বিশ্বকাপের বাজারে এবার মেসি মিষ্টি', দুর্গাপুরের দোকানে মিলবে ব্রাজিল-আর্জেন্টিনা রসগোল্লাও
- Published by:Sudip Paul
- hyperlocal
Last Updated:
খোওয়া, চিনি এবং ফুড কালার ব্যবহার করা হয়েছে মিষ্টি মেসি তৈরি করতে। আসলে এই মূর্তিটিও একটি মিষ্টি। তবে এই মিষ্টির দাম রাখা হয়েছে ৫০০০ টাকা।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ফুটবল জ্বরে ভুগছে গোটা বিশ্ব। উন্মাদনা, উত্তেজনা তুঙ্গে বাংলার ফুটবল প্রেমীদের মধ্যে। এবার ফুটবল প্রেম থেকে এক কাণ্ড ঘটিয়ে বসলেন দুর্গাপুরের মিষ্টি বিক্রেতা। বানিয়ে ফেললেন মেসির মিষ্টি। মিষ্টি তৈরির বিভিন্ন উপাদান দিয়ে লিওনেল মেসির একটি মূর্তি তৈরি করে ফেলেছেন তিনি।
কাতারে বিশ্বকাপ দেখতে যখন বিভিন্ন দেশ থেকে মানুষকে ভিড় করছেন, তখন শহরের মানুষ ভিড় করছেন দুর্গাপুরের মামরা বাজারের এই মিষ্টির দোকানে। যেখানে পায়ে ফুটবল নিয়ে দাঁড়িয়ে রয়েছেন 'মিষ্টি মেসি'। মিষ্টি ব্যবসায়ী এক নিতান্ত সাধারণ মিষ্টির দোকান। যেখানে একাধিক মিষ্টির সম্ভার রয়েছে এই দোকানে। তবে বর্তমানে মিষ্টি কেনার থেকে মিষ্টি দেখতে ভিড় হচ্ছে বেশি। সৌজন্যে লিওনেল মেসি।
advertisement
এই বিষয়ে মিষ্টির দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে মানুষের উন্মাদনা তুঙ্গে। তিনিও একজন ফুটবলপ্রেমী। তাই তিনি মেসির একটি মূর্তি বানিয়েছেন। খোওয়া, চিনি এবং ফুড কালার ব্যবহার করা হয়েছে 'মিষ্টি মেসি' তৈরি করতে। এই মিষ্টির দাম রাখা হয়েছে ৫০০০ টাকা।
advertisement
advertisement
আগামীদিনে অন্য ফুটবলারদের নিয়েও মিষ্টি মূর্তি তৈরির পরিকল্পনা রয়েছে তার। পাশাপাশি বিশ্বকাপের তথা কথিত দুটি বড় দল, আর্জেন্টিনা এবং ব্রাজিলের পতাকার রং নিয়ে রসগোল্লা তৈরির পরিকল্পনাও করেছেন তিনি। যাতে করে আর্জেন্টিনা বা ব্রাজিলের সাপোর্টার বিভিন্ন মুহূর্ত উদযাপন করতে পারেন, সেজন্য নীল সাদা এবং হলুদ সবুজ রসগোল্লা তৈরীর পরিকল্পনা রয়েছে দেবাশিস ঘোষ।
advertisement
Nayan Ghosh
view commentsLocation :
First Published :
November 30, 2022 4:47 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
বিশ্বকাপের বাজারে এবার মেসি মিষ্টি', দুর্গাপুরের দোকানে মিলবে ব্রাজিল-আর্জেন্টিনা রসগোল্লাও