FIFA bans Russia flag: পোল্যান্ড, সুইডেনের পাশে এবার চেক রিপাবলিক! রাশিয়ার পতাকা নিষিদ্ধ করল ফিফা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
After Poland and Sweden Czech republic refuses to play with Russia in world cup qualifier. রাশিয়ান ফুটবল দলের বিরুদ্ধে খেলতে রাজি নয় ইউরোপের একাধিক দল
#জুরিখ: ভ্লাদিমির পুতিন যত আক্রমনাত্মক হচ্ছেন, গোটা ইউরোপ তার বিরুদ্ধে জোট বদ্ধ হচ্ছে ইউক্রেন নিয়ে। রাশিয়ার বিরুদ্ধে খেলার মাঠে প্রভাব আগেই শুরু হয়ে গিয়েছিল। পোল্যান্ড আগেই জানিয়ে দিয়েছিল, ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে না তারা। আগামী ২৪ মার্চ এ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বিশ্ব–ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা জানিয়ে দিয়েছে, ‘রাশিয়া’ নাম নিয়েই পুতিনের দেশ কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে মাঠে নামতে পারবে না।
তাদের খেলতে হবে ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়া’ নামে। ২০১৮ বিশ্বকাপের আয়োজক দেশে অনুষ্ঠিত হবে না কোনো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ। বিদেশের মাটিতে যেকোনো ফুটবল ম্যাচে নিষিদ্ধ থাকবে রাশিয়ার জাতীয় পতাকা ও জাতীয় সংগীত। ফিফা অবশ্য জানিয়ে দিয়েছে, ইউক্রেন পরিস্থিতির অবনতি হলে আন্তর্জাতিক ফুটবল থেকে পুরোপুরিই নিষিদ্ধ করা হবে রাশিয়াকে।
advertisement
advertisement
ইউক্রেনে অভিযান শুরুর পর ফিফা এই প্রথম রাশিয়ার বিরুদ্ধে কোনো পদক্ষেপ ঘোষণা করল। বিশ্ব ফুটবল সংস্থা এটিকে বলছে ‘তাৎক্ষণিক ব্যবস্থা’। ইউক্রেনে রাশিয়ার সামরিক শক্তি ব্যবহারের নিন্দাও জানিয়েছে ফিফা। তারা আরও জানিয়েছে, ‘ফুটবল ইউনিয়ন অব রাশিয়ার’ হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিরপেক্ষ মাঠে। কোনো রাশিয়ান সমর্থক সে ম্যাচগুলোয় উপস্থিত থাকতে পারবে না।
advertisement
FIFA bans Russian flag and anthem and insists on neutral venues https://t.co/3ed8CVrCc2
— Elvis 🇬🇭 (@Kayjnr10) February 28, 2022
পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান সেজারি কুলেসজা ফিফার সমালোচনা করে টুইটারে বলেছেন, ফিফার রোববারের সিদ্ধান্ত মেনে নেওয়া কঠিন। আমরা কেউই রাশিয়ার সঙ্গে খেলতে চাই না। আমাদের অবস্থান পরিষ্কার। পোলিশ ফুটবল দল কোনোভাবেই রাশিয়ার সঙ্গে খেলবে না, সেটি যে নামেই খেলুক না কেন।
advertisement
বিশ্বকাপ বাছাইপর্বে পোল্যান্ড ও রাশিয়ার সঙ্গে একই গ্রুপে আছে চেক প্রজাতন্ত্র ও সুইডেন। এ দুটি দেশও জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই রাশিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের কোনো ম্যাচ খেলবে না। কিন্তু ফিফার নিজস্ব নিয়ম বলছে এভাবে চাইলেই খেলা বাতিল করা যায় না। তাই সুইডেন, পোল্যান্ড এবং চেক রিপাবলিকের সঙ্গে আলোচনা করতে চান ফিফা প্রেসিডেন্ট।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2022 1:30 PM IST