Home /News /sports /
Fifa Bans AIFF: ‘‘ভারতীয় ফুটবলকে স্বমহিমায় ফেরাতে উদ্যোগ নিক কেন্দ্র’’- সুপ্রিম কোর্টের ডিভিসন বেঞ্চের প্রস্তাব

Fifa Bans AIFF: ‘‘ভারতীয় ফুটবলকে স্বমহিমায় ফেরাতে উদ্যোগ নিক কেন্দ্র’’- সুপ্রিম কোর্টের ডিভিসন বেঞ্চের প্রস্তাব

fifa ban aiff supreme court hearing latest updates

fifa ban aiff supreme court hearing latest updates

Supreme Court on Fifa Ban: অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আয়োজন যেন ভারতেই হতে পারে কেন্দ্রকে পদক্ষেপ নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের৷

 • Share this:

  #নয়াদিল্লি: ফুটবলের ফিফার ব্যান তোলার জন্য যা যা করণীয় তা করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । সলিসিটর জেনারেল তুষার মেহতার আবেদনে সুপ্রিম কোর্ট আজ জানিয়ে দিল নির্বাসন তোলার জন্য যা যা করণীয় সেই পথেই এগোক ভারতীয় ফুটবল। ভারতীয় ফুটবল ফেডারেশনের ওপর থেকে নির্বাসন উঠিয়ে যাতে অনুর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপ আয়োজন ভারত করতে পারে তার জন্য কেন্দ্র সরকারকে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷

  সুপ্রিম কোর্টে অবশ্য ২২ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয়েছে৷  কেন্দ্রের পক্ষ থেকে এই শৈত্যাবস্থা গলিয়ে ভারতীয় ফুটবলকে আবার সঠিক জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা শুরুর কথাও এদিনের শুনানিতে উঠে এসেছে৷

  এদিনের সুপ্রিম কোর্টের ডিভিসন বেঞ্চে ছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও এএস বোপান্না৷ এদিন কেন্দ্রের পক্ষ থেকে সলিসিটার জেনারেল তুষার মেহেতা এদিন সুপ্রিম কোর্টের কাছে বিষয়টি নিষ্পত্তি করার জন্য কিছুটা সময় চান৷

  সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, আমাদের মূল ফোকাস আমাদের দেশ আর এই টুর্নামেন্ট থেকে অনুর্ধ্ব ১৭-রা লাভবান হবে৷ আদালত আরও বলে ‘‘আমরা আবেদন করছি কেন্দ্রকে কার্যকরী ও দ্রুত পদক্ষেপ নিতে এবং নিশ্চিত করতে যাতে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজন করা যায় এবং এআইএফএফ নির্বাসন তুলে দেওয়া যায়৷ ’’

  Published by:Debalina Datta
  First published:

  Tags: AIFF, Fifa

  পরবর্তী খবর