আত্মহত্যার ঘটনায় নাম জড়াল! ভারতকে বিশ্বকাপ জেতানো ক্রিকেটার ভয়ঙ্কর বিপদে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Joginder Sharma: ভারতকে বিশ্বকাপ জেতান, সেই ক্রিকেটারের নাম জড়িয়ে গেল আত্মহত্যার ঘটনায়।
গুরুগ্রাম: ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন যোগিন্দর শর্মা। এবার সেই তিনি বড় বিতর্কে জড়িয়ে পড়েছেন।
তাঁর বিরুদ্ধে হরিয়ানার বাসিন্দা পবনকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগ রয়েছে। যুবকের মা যোগিন্দর শর্মা এবং আরও পাঁচজনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, যোগিন্দর ও ওই পাঁচ জনের কারণেই তাঁর ছেলে জমি বিবাদের মামলায় ১লা জানুয়ারি আত্মহত্যা করেছিলেন।
যোগিন্দর শর্মা হরিয়ানা পুলিশের ডিএসপি। যুবকের মা সুনিতা জানান, তাঁর ছেলের মামলা আদালতে বিচারাধীন। পরিবার মৃত পবনের দেহ গ্রহণ করতে অস্বীকার করেছে। হিসার সিএমওর অফিসের বাইরে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। পরিবারের সদস্যরা SC-ST আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন- জুতো কেনার টাকা ছিল না একটা সময়, আজ সেই বোলার গোটা দেশের কাছে ‘হিরো’
যোগিন্দর শর্মা ছাড়াও, যাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাঁরা হলেন অজয়বীর, ঈশ্বর ঝাঝারিয়া, প্রেম খাতি, অর্জুন এবং রাজেন্দ্র সিহাগ, যিনি একজন হকি কোচও। মামলা নথিভুক্ত করার পরে 306 ধারায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে FIR নথিভুক্ত করা হয়েছে।
advertisement
এফআইআর অনুযায়ী, নিহতের মা অভিযোগ করেছেন, মামলা এবং ক্রমাগত চাপের কারণে তাঁর ছেলে আত্মহত্যা করেছে। তিনি বলেন, অজয়বীর এবং অর্জুন গত সপ্তাহে পবনকে তাঁদের বাড়ি ছেড়ে যেতে বলেছিলেন। তাঁরা গত কয়েক বছর ধরে মৃতের পরিবারকে হয়রানি করে আসছিল।
আরও পড়ুন- মেগা খবর ফাঁস! টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান কোন গ্রুপে, রিপোর্ট
যোগিন্দর শর্মা তাঁর বিরুদ্ধে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেছেন, পবনকে চেনেন না। কখনো দেখাও করেননি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 5:01 PM IST