T20 World Cup 2024: মেগা খবর ফাঁস! টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান কোন গ্রুপে, রিপোর্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2024: জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট৷
মুম্বই: আর অল্প দিন বাকি, তারপরেই আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা শুরু৷ ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতীয় দল ফাইনালে খেললেও হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ ফলে ভারতীয় দল ফের টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম দাবিদার। জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় আয়োজিত হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্ট৷ এরই মধ্যে ফিক্সচার নিয়ে খবর ফাঁস৷ রিপোর্ট অনুসারে ভারত ও পাকিস্তানের দল আবারও একই গ্রুপে থাকতে চলেছে। অস্ট্রেলিয়ায় সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড এবং এবার অস্ট্রেলিয়ার একই গ্রুপে থাকবে৷
ভারতীয় দল ২০০৭ সালে আয়োজিত প্রথম আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছিল৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় তরুণ দল ট্রফি জিতেছিল৷ কিন্তু তারপর থেকে এই টুর্নামেন্টে জয়ের অপেক্ষায় ভারত। ২০১৪ সালে, টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছেছিল কিন্তু শ্রীলঙ্কার কাছে হেরে যেতে হয়েছিল। রোহিত শর্মার অধিনায়কত্বে খেলা দলটি গত বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেছিল।
advertisement
আরও পড়ুন – Healthy Lifestyle: বাড়তে দেয় না ডায়াবেটিস, সবুজ এই সবজির গুণে শরীর দৌড়বে একেবারে চাঙ্গা হয়ে…
advertisement
টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৪-এর চারটি গ্রুপে ভারতীয় দলকে পাকিস্তানের সঙ্গে রাখা হয়েছে। ভারত ছাড়াও গ্রুপ এ-তে থাকবে পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
বি গ্রুপে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমানের দল থাকবে। ‘সি’ গ্রুপে থাকবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। ‘ডি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেদারল্যান্ডের সঙ্গে রয়েছে নেপাল দল।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ২ বার জিতেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ২০১০ এবং ২০২২ সালে ইংল্যান্ড দল এই ট্রফি জিতেছিল। ওয়েস্ট ইন্ডিজের কথা বললে, তারা ২০১২ সালে এবং ২০১৬ সালে এই শিরোপা জিতেছিল। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা একবার করে এই বিশ্বকাপ জিতেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 05, 2024 7:59 PM IST