জুতো কেনার টাকা ছিল না একটা সময়, আজ সেই বোলার গোটা দেশের কাছে 'হিরো'
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah: ভারতের অন্যতম সেরা এখন তিনি। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের হাঁটু কাঁপিয়ে দিলেন।
কলকাতা: কেপটাউনে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। সিরিজ ১-১। দ্বিতীয় ইনিংসে দুরন্ত পারফর্ম করেন পেসার জসপ্রিত বুমরাহ।
দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন বুমরাহ। প্রথম ইনিংসে বুমরাহ পেয়েছিলেন ২টি উইকেট। বুমরাহ চারটি বড় রেকর্ডও করলেন এই টেস্ট ম্যাচে।
টিম ম্যানেজমেন্ট এবং বিসিসিআই বুমরাহর ইনজুরির দিনগুলিতে তাঁর প্রতি আস্থা রেখেছিল। বুমরাহের জীবনে এমন একটি সময় ছিল যখন তাঁর কাছে জুতো কেনার জন্যও টাকা ছিল না। আজ বুমরাহ বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন।
advertisement
advertisement
আরও পড়ুন- ‘সব জায়গায় লোক লাগানো আছে’, মেয়ে সানাকে বাবা সৌরভের হুঁশিয়ারি! ব্যাপার কী?
বুমরাহ যখন ২০১৩ সালে প্রথম আইপিএলে যোগ দেন, তখন মুম্বাই ইন্ডিয়ান্স তাঁকে বেস প্রাইস ১০ লাখ টাকা দিয়ে কিনেছিল। বুমরাহকে ১২ কোটি টাকায় দলে রেখেছে মুম্বাই। এখনও পর্যন্ত শুধুমাত্র আইপিএল থেকে ৫৬ কোটি ৯০ লাখ টাকা আয় করেছেন বুমরাহ।
advertisement
জাসপ্রিত বুমরাহ এমন কয়েকজন খেলোয়াড়ের মধ্যে একজন যাঁদের BCCI-এর A+ চুক্তি রয়েছে। তিনি বছরে ৭ কোটি টাকা বেতন পান। এছাড়াও তিনি প্রতি টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য বোর্ডের কাছ থেকে যথাক্রমে ১৫ লাখ, ৬ লাখ এবং ৩ লাখ টাকা ম্যাচ ফি পান।
আরও পড়ুন- কামব্যাক করতে চলেছেন রোহিত শর্মা! হিটম্যানকে নিয়ে বড় আপডেট
বুমরাহ জাগল, রয়্যাল স্ট্যাগ, বোটের মতো বড় ব্র্যান্ড-সহ মোট ১৫ থেকে ১৬টি বড় কোম্পানির বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। বুমরাহ এসব বিজ্ঞাপনের জন্য দেড় থেকে দুই কোটি টাকা নেন।
advertisement
বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জসপ্রিত বুমরাহের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৭০ কোটি টাকা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 04, 2024 7:59 PM IST