'সব জায়গায় লোক লাগানো আছে', মেয়ে সানাকে বাবা সৌরভের হুঁশিয়ারি! ব্যাপার কী?

Last Updated:
Sourav Ganguly: সানার উপর কি নজর রাখছেন সৌরভ? বললেন মনের কথা।
1/6
মেয়ে থাকে বিদেশে। এখন আবার মেয়ে চাকরিও পেয়েছে। বাবা সৌরভের কি মেয়েকে নিয়ে চিন্তা হয় না? এমন প্রশ্ন শুনতে হল মহারাজকে। তাও আবার দাদাগিরির মঞ্চে।
মেয়ে থাকে বিদেশে। এখন আবার মেয়ে চাকরিও পেয়েছে। বাবা সৌরভের কি মেয়েকে নিয়ে চিন্তা হয় না? এমন প্রশ্ন শুনতে হল মহারাজকে। তাও আবার দাদাগিরির মঞ্চে।
advertisement
2/6
সানা এখন লন্ডনে চাকরি পেয়েছেন। সেটা সৌরভ জানিয়েছিলেন নিজেই। তবে সৌরভ এদিন এটাও জানালেন, বাবা হয়ে তিনি যতই দূরে থাকুন, মেয়ের উপর তাঁর নজর থাকে।
সানা এখন লন্ডনে চাকরি পেয়েছেন। সেটা সৌরভ জানিয়েছিলেন নিজেই। তবে সৌরভ এদিন এটাও জানালেন, বাবা হয়ে তিনি যতই দূরে থাকুন, মেয়ের উপর তাঁর নজর থাকে।
advertisement
3/6
দাদাগিরিতে টিম মিঠিঝোরা আসছে। তারই প্রোমো রিলিজ করেছে সংশ্লিষ্ট চ্যানেল।  সেই প্রোমোতে দেখা যাচ্ছে অভিনেত্রী আরত্রিকা মাইতি দাদাকে তাঁর মেয়ে সানার প্রসঙ্গে একটি প্রশ্ন করছেন।
দাদাগিরিতে টিম মিঠিঝোরা আসছে। তারই প্রোমো রিলিজ করেছে সংশ্লিষ্ট চ্যানেল। সেই প্রোমোতে দেখা যাচ্ছে অভিনেত্রী আরত্রিকা মাইতি দাদাকে তাঁর মেয়ে সানার প্রসঙ্গে একটি প্রশ্ন করছেন।
advertisement
4/6
আরাত্রিকা এদিন বলেন, 'সানাদি এত দূরে থাকে, তোমাকে, পরিবারকে ছাড়া থাকে। তুমি এই ব্যাপারটাকে কীভাবে ম্যানেজ করো?'
আরাত্রিকা এদিন বলেন, 'সানাদি এত দূরে থাকে, তোমাকে, পরিবারকে ছাড়া থাকে। তুমি এই ব্যাপারটাকে কীভাবে ম্যানেজ করো?'
advertisement
5/6
সৌরভ উত্তরে বলেন, সব বাবাদের মেয়ের খোঁজ নিতে হয়। ,মেয়ে ভাবে বাবা কিছু জানে না। কিন্তু আমার সব জায়গায় লোক লাগানো আছে।
সৌরভ উত্তরে বলেন, সব বাবাদের মেয়ের খোঁজ নিতে হয়। ,মেয়ে ভাবে বাবা কিছু জানে না। কিন্তু আমার সব জায়গায় লোক লাগানো আছে।
advertisement
6/6
সৌরভ তার পরই পরিবেশ হালকা করে দেন। বলেন, এই সম্পর্কটাই তো থেকে যাবে। আর কিছুই থাকবে না।
সৌরভ তার পরই পরিবেশ হালকা করে দেন। বলেন, এই সম্পর্কটাই তো থেকে যাবে। আর কিছুই থাকবে না।
advertisement
advertisement
advertisement