ইউরোয় বং কানেকশন !
Last Updated:
কলকাতা মজে ভাগ্নের গোলে। এবারের ইউরোয় বং কানেকশন। আর সেই কানকেশনের নাম ওয়েলসের নীল টেলর।
#প্যারিস: কলকাতা মজে ভাগ্নের গোলে। এবারের ইউরোয় বং কানেকশন। আর সেই কানকেশনের নাম ওয়েলসের নীল টেলর। যাঁর মা এই কলকাতা বাসিন্দা।
কবিতার দেশের ইউরো এখনও পর্যন্ত অনেক কিছুর সাক্ষী। কিন্তু ওয়েলস-রাশিয়া ম্যাচ থেকে কলকাতার প্রাপ্তি ভাগ্নে। রুশদের বিরুদ্ধে গোল করে সবাইকে চমকে দিয়েছেন নীল টেলর। আর তাঁর সম্পর্কে তথ্য জানতে গিয়ে আলাদে কলকাতা।
২৭ বছরের এই ফুটবলারের শিকড় জড়িয়ে ভারতে। মা থাকছেন কলকাতায়। ম্যাঞ্চেস্টার সিটি থেকে ফুটবল শিক্ষা। ওয়েস্ট হ্যাম থেকে শুরু কেরিয়ার। ২০১০ সাল থেকে টানা ছ’বছর সোয়ানসি সিটির হয়ে সেন্ট্রাল ডিফেন্সে খেলছেন টেলর। এখনও পর্যন্ত খেলেছেন ১৪৯ টি ম্যাচ। ছ’বছর আগে ওয়েলসের হয়ে অভিষেক হয় তাঁর। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে হয়েছিল অভিষেক। ৩১ টি ম্যাচে আপাতত একমাত্র গোল ইউরোয় রাশিয়ার বিরুদ্ধে।
advertisement
advertisement
পেশাদার কেরিয়ার শুরুর আগে বহুবার কলকাতায় এসেছেন নীল। এমনকী, দু’বছর আগে এক বেসরকারি সংস্থার হয়ে ঘুরে গিয়েছিলেন। মোহনবাগান-ইস্টবেঙ্গল-সহ একাধিক ক্লাবেও গিয়েছিলেন তিনি। সবমিলিয়ে, প্রথম বার ইউরো খেলতে এসে নক-আউটে ওয়েলস। আর কলকাতার প্রাপ্তি ভাগ্নে টেলর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2016 7:48 PM IST