#লন্ডন: দক্ষিণ আফ্রিকা বর্তমানে ইংল্যান্ড সফরে গেছে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর দুই দলের মধ্যে ১৭ অগাস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। টেস্ট সিরিজ শুরুর আগে ইংল্যান্ডের মাটিতে মানিয়ে নেওয়ার জন্য অনুশীলন ম্যাচ খেলছেন৷ প্রোটিয়া ক্রিকেটাররা ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে অনুশীলন ম্যাচের সময় দারুণ এক ক্যাচ নিলেন স্যাম বিলিংস৷
৩১ বছরের ইংলিশ উইকেটকিপার স্যাম বিলিংস উইকেটের পিছনে কার্যত হাওয়ায় শূন্যে উড়ে একটি ক্যাচ নিয়ে সকলকে চমকে দিয়েছেন। ইংলিশ উইকেটরক্ষকের এই ক্যাচ যাঁরা দেখছেন, তাঁরাই প্রশংসা করে ভরিয়ে দিয়েছেন৷
আরও পড়ুন - Viral Video: ৯.২ ওভারে ৩৩ রান দিয়ে ৫ উইকেট, ভারতীয় বোলারের দাপটে গুটিয়ে গেল ইংরেজরা
দেখে নিন স্যাম বিলিংসের ভাইরাল ভিডিওTwo worldie catches in two Overton balls!
Take a bow @sambillings and Will Jacks 👏 Lions live stream ➡️ https://t.co/NQDOhaGPTg pic.twitter.com/IvObmpV56o — England Cricket (@englandcricket) August 9, 2022
স্যাম বিলিংসের এই দুর্দান্ত ক্যাচের ভিডিওটি ইংল্যান্ড ক্রিকেট দল তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে ইংল্যান্ড লায়ন্সের ফাস্ট বোলার ক্রেইগ ওভারটন অসম্ভবইজোরে বল করছেন৷ এরপর এই বলটি প্রোটিয়া ব্যাটসম্যানের ব্যাটে লেগে স্লিপের দিকে যাচ্ছিল৷ কিন্ত হঠাৎই বিলিংস লাফিয়ে উঠে সেই ক্যাচ উড়ন্ত ধরে নেন৷
আরও পড়ুন - এশিয়া কাপের দলে থাকা কেএল রাহুল কি আদৌ ফিট, পরীক্ষা করবে বিসিসিআই নইলে কার ভাগ্যে ছিঁড়বে শিকে
এই প্র্যাকটিশ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথম দিনের খেলার একটি নির্দিষ্ট সময় অবধি ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান করেছিল প্রোটিয়াস বাহিনী৷ এই সময়ে ইংলিশ দলের হয়ে স্যাম বিলিংস উইকেটের পেছনে অ্যাডাম মার্করাম ও ডিন এলগারের দুটি দুর্দান্ত ক্যাচ নেন।
ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ১৭ অগাস্ট থেকে ২১ অগাস্ট লর্ডসে অনুষ্ঠিত হবে। এরপর ২৫ থেকে ২৯ অগাস্ট ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট ম্যাচে মুখোমুখি হবে দুটি দল। ওভালে ৮ সেপ্টেম্বর - ১২ সেপ্টেম্বর সিরিজের শেষ ম্যাচটি খেলা হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: England Cricket Team, Viral Video