বিশ্বকাপে টিকিটের কালোবাজারি তুঙ্গে! ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৫ লাখে

Last Updated:

England vs France world cup match tickets has gone up 28 times more than original price. বিশ্বকাপে টিকিটের কালোবাজারি তুঙ্গে! ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে এক লাখে

ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচের টিকিট ব্ল্যাক হচ্ছে
ইংল্যান্ড বনাম ফ্রান্স ম্যাচের টিকিট ব্ল্যাক হচ্ছে
#দোহা: কাতারের মাটিতে বিশ্বকাপ টুর্নামেন্ট যত এগিয়েছে ততই নিয়ম যে ফস্কা গেরো, সেটা প্রমাণিত হয়েছে। মাঠে অন্য বারের তুলনায় কম হলেও চুম্বন চলেছে, মেয়েদের টাইট পোশাকে দেখা গিয়েছে। এবার চলল টিকিটের কাল বাজারি। চাহিদা অনুযায়ী যোগান থাকলে দাম কমে। যোগান চাহিদার থেকে কম হলে দাম বাড়ে। ইংল্যান্ড-ফ্রান্স বিশ্বকাপের ম্যাচ ঘিরে ঠিক সেটাই হচ্ছে।
টিকিটের সংখ্যা নির্দিষ্ট। অথচ চাহিদা বেড়েই চলেছে। পাল্লা দিয়ে বাড়ছে দামও। বাড়তে বাড়তে কালোবাজারে এক জোড়া টিকিটের দাম হয়েছে আসল দামের ২৮ গুণ বেশি। ইংল্যান্ড-ফ্রান্স কোয়ার্টার ফাইনাল ম্যাচের সব থেকে কম মূল্যের এক জোড়া টিকিটের দাম ১৭৫ পাউন্ড বা ১৭ হাজার ৬০০ টাকা।
আরও পড়ুন - কেউ বলেন 'মেসির বডিগার্ড', কেউ ডাকেন 'গ্লাডিয়েটর' ! আজ আর্জেন্টিনার আসল চাবি ডে পলের পায়ে
সেই টিকিটই কাতারে বিকোচ্ছে ৫ হাজার পাউন্ড বা ৫ লাখ টাকারও বেশি দিয়ে। কাতারের আইন অনুযায়ী কালোবাজারি নিষিদ্ধ। বিশ্বকাপের টিকিট বিক্রির অধিকার রয়েছে এক মাত্র ফিফার। কালোবাজারি বন্ধ করতে কাতার পুলিশ, বিশ্বকাপের আয়োজকরা এবং ফিফা যৌথ ভাবে নাগাড়ে প্রচার চালাচ্ছে।
advertisement
advertisement
advertisement
অনেকেই আগে থেকে টিকির কেটে রেখেছিলেন। যাঁরা কেটে রাখেননি, তাঁরা পড়েছেন সমস্যায়। আগে টিকিট কেটে রেখেছিলেন অথচ তাঁদের প্রিয় দল শেষ আটে উঠতে পারেনি, সে রকম অনেকে সুযোগ কাজে লাগাচ্ছেন। কিন্তু কে কার কথা শুনে? কালোবাজারি থামার নাম নেই।
তুলনায় বরং ফরাসি সমর্থকদের মধ্যে টিকিটের চাহিদা কম। ইংরেজ সমর্থকরা বিশ্বাস করতে শুরু করেছেন টুর্নামেন্টের অন্যতম সেরা এবং গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানোর ক্ষমতা আছে তাদের। মাঠের লড়াইয়ে অবশ্য শেষ পর্যন্ত কোন দল বাজিমাত করে সেটা দেখা যাবে কাল। কিন্তু এই ম্যাচ ঘিরে টিকিটের দাম এতখানি চড়বে সেটা কেউ আশা করেননি।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে টিকিটের কালোবাজারি তুঙ্গে! ১৭ হাজারের টিকিট বিক্রি হচ্ছে ৫ লাখে
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement