Emiliano Martinez: মার্টিনেজকে `মোহনবাগান রত্ন'! আর্জেন্টিনার গোলরক্ষককে নিয়ে বিশাল ভাবনা সবুজ মেরুনে

Last Updated:

কয়েকজন নতুন সদস্যের হাতে সেই কার্ড তুলে দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার

মোহনবাগানের সেরা সম্মান পাবেন এমি
মোহনবাগানের সেরা সম্মান পাবেন এমি
কলকাতা: ছমাসের থেকে কিছু বেশি সময় হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। লিওনেল মেসি না থাকলে যেমন সেটা সম্ভব ছিল না, তেমনই এমিলিয়ানো মার্টিনেজ না থাকলেও হয়তো খালি হাতেই ফিরতে হত তাদের। আর একটা দিন। তারপরেই কলকাতায় পা পড়বে এমির। মার্টিনেজ নিয়ে আপাতত ব্যস্ততা সঙ্গে মোহনবাগানে। সচিব দেবাশীষ দত্ত খেয়াল রাখছেন সব কিছু। মোহনবাগান সচিব বলেন, ক্লাবের তরফে মার্টিনেজকে সংবর্ধনা দেওয়া হবে।
উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হবে। আগে যেটা বলেছিলাম, সদস্যদের জন্য যে নতুন কার্ড তৈরি হয়েছে সেটাও এমির হাত দিয়েই উদ্বোধন হবে। কয়েকজন নতুন সদস্যের হাতে সেই কার্ড তুলে দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সঙ্গে থাকছে তাঁর সই করা মোহনবাগান জার্সিও। ক্লাবের একশো বছর পূর্তিতে যে বিশেষ ডাক টিকিট প্রকাশ করা হয়েছিল, সেটিও উপহার হিসেবে তুলে দেওয়া হবে এমি মার্টিনেজকে।
advertisement
তিনি সারা মাঠ প্রদক্ষিণ করবেন। পেলে-মারাদোনা-সোবার্স গেট তৈরির সময় থেকেই মাথায় ছিল বিশেষ কাউকে দিয়ে এর উদ্বোধন করানো। এমির মতো সদ্য বিশ্বকাপ জয়ী প্লেয়ার আসছে, এই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। মোহনবাগান সমর্থকরা যেমন থাকছেন, তাঁদের মধ্যে অনেকেই কিন্তু আর্জেন্টিনারও সমর্থক। এমি দেখতে পাবেন, ভারতবর্ষেও তাঁদের কত সমর্থক।
advertisement
advertisement
মোহনবাগানের পাশাপাশি সমর্থকদের অনেকেই হয়তো আর্জেন্টিনার জার্সি পরে, ফ্ল্যাগ নিয়েও আসবেন। মোহনবাগান রত্ন হিসেবে যে পদক দেওয়া হয় এমি মার্টিনেজের নাম লেখা একটি পদক দেওয়া হবে তাঁকে। তবে এটা মোহনবাগান রত্ন দেওয়া নয়। পদকটা একই দেওয়া হচ্ছে। অর্থাৎ মোহনবাগানের সেরা সম্মান নামে দেওয়া না হলেও আকারে দেওয়া হবে মার্টিনেজকে।
advertisement
তবে আর্জেন্টিনার গোলরক্ষককে দেখার জন্য বিশাল পরিমাণ মানুষ জমায়েত হবেন। তার জন্য সঠিক উপায় রাখছে মোহনবাগান। প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী ছাড়াও ভলেন্টিয়ার ব্যবস্থা থাকছে সবকিছু সুষ্ঠুভাবে করার জন্য। মাঠে বসে কলকাতা পুলিশ এবং মোহনবাগানের প্রাক্তন ফুটবলারদের ম্যাচ দেখার কথা এমির। এই মাঠেই এসেছিলেন দিয়েগো মারাদোনা। এবার আসতে চলেছেন তার দেশের চ্যাম্পিয়ন গোলরক্ষক। মোহনবাগান সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Emiliano Martinez: মার্টিনেজকে `মোহনবাগান রত্ন'! আর্জেন্টিনার গোলরক্ষককে নিয়ে বিশাল ভাবনা সবুজ মেরুনে
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement