East Bengal : ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Emami East Bengal pens 1 year deal with 24 years old Australian midfielder Jordan O Doherty. ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি অস্ট্রেলিয়ার জর্ডান ও’দোহার্তি, প্রশংসা স্টিফেনের
#কলকাতা: ষষ্ঠ বিদেশি ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলে আসছেন স্প্যানিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মিডফিল্ডার জর্ডন লুইস ও’দোহার্তি। সোমবার ম্যাচের পর লাল-হলুদের কোচ স্টিফেন কনস্টানটাইন বলেন, ও আমাদের এশিয়ান কোটার ফুটবলার। বয়স ২৪। উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার।
এর আগে মেলবোর্ন নাইটস, অ্যাডিলেড ইউনাইটেড, ওয়েস্টার্ন সিডনি ও নিউক্যাসেল জেটসে খেলেছে। এদিকে, গোলরক্ষক সমস্যা অনেকটাই মিটিয়ে ফেলল ইমামি ইস্টবেঙ্গল। সোমবার এফসি গোয়া থেকে তারা লিয়েনে সই করাল নবীন কুমারকে। ২০১৯ থেকে এফসি গোয়াতে খেলেছেন ৩৩ বছর বয়সি এই গোলরক্ষক। গত বছর ডুরান্ড কাপে বিজয়ী দলের অন্যতম ভরসা ছিলেন তিনি।
advertisement
advertisement
🔴🟡 24-year-old Australian Jordan O' Doherty is the sixth foreigner of Emami East Bengal... 🇦🇺 [ via @MarcusMergulhao ]#IndianFootball #Transfers #AIFF #DurandCup #ISL #HeroISL pic.twitter.com/vy5719I6v0
— IND Football News (@INDFootballNews) August 22, 2022
এছাড়াও গোয়ার দলের হয়ে সুপার কাপ ও আইএসএল লিগ উইনার্স শিল্ড জয়ের স্বাদ পেয়েছেন নবীন। এর আগে ২০১২-১৩ মরশুমে মোহন বাগানে খেলে গিয়েছেন হোসিয়ারপুর থেকে উঠে আসা এই গোলরক্ষক। উল্লেখ্য, এবার লাল-হলুদে বাকি দুই গোলরক্ষক হলেন কমলজিৎ সিং ও পবন কুমার। একইদিনে রিজার্ভ টিম থেকে ইস্টবেঙ্গল সিনিয়র দলে সই করলেন নবি হুসেন খান, মহীতোষ রায়, তুহিন দাস ও শুভম ভৌমিক।
advertisement
জর্ডান ও’দোহার্তি মূলত সেন্ট্রাল মিডফিল্ডার। কিন্তু প্রয়োজনে আক্রমণাত্মক ফুটবলার হিসেবেও দলকে সাহায্য করতে পারেন। পাশাপাশি ডিফেন্সিভ কোয়ালিটি আছে। বছর দেড়েক আগে এসিএল চোটের সমস্যায় পড়েছিলেন। তারপর থেকে অবশ্য নিজেকে সুস্থ প্রমাণ করে ফিরে এসেছেন।
ইস্টবেঙ্গলের সবচেয়ে বড় লাভ ফুটবলারটির মাত্র ২৪ বছর বয়স। এক বছরের চুক্তি হলেও নিজেকে প্রমাণ করতে পারলে, চুক্তি বাড়তেও পারে। স্টিফেন নিজে আশাবাদী জর্ডান খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলে নিজেকে মানিয়ে নেবেন। ভিসার আবেদন করে দিয়েছেন। সব ঠিক থাকলে শুক্রবারের মধ্যে তার চলে আসার কথা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2022 11:57 AM IST