IND vs ENG: 'একদিকে মহম্মদ, অন্যদিকে কষ্ণ, দুজনে ধ্বংস করে দেবে', লিডসে ভাইরাল গিলের মন্তব্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st Test: লিডসে পঞ্চম দিনের খেলায় বুমরাহ ভারতের আক্রমণ শুরু করেন এবং তাঁর প্রথম স্পেলের পর তাঁকে বদলে আনা হয় প্রসিধ কৃষ্ণাকে। ঠিক তখনই ভারতীয় অধিনায়ক শুভমান গিলের একটি মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
লিডসের হেডিংলিতে চলমান ভারত-ইংল্যান্ড প্রথম টেস্টে ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন জসপ্রীত বুমরাহ। তাঁকে সহায়তা করছেন মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা। লিডসে পঞ্চম দিনের খেলায় বুমরাহ ভারতের আক্রমণ শুরু করেন এবং তাঁর প্রথম স্পেলের পর তাঁকে বদলে আনা হয় প্রসিধ কৃষ্ণাকে। ঠিক তখনই ভারতীয় অধিনায়ক শুভমান গিলের একটি মন্তব্য নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
সেই সময় একদিক থেকে মহম্মদ সিরাজ ও অপরদিক থেকে প্রসিদ্ধ কৃষ্ণা বল করছিলেন। সেই সময় উইকেট নেওয়ার জন্য প্রবলভাবে চেষ্টা করে যাচ্ছে ভারতীয় বোলাররা। সেই সময় স্টাম্প মাইকে উঠে আসে গিলের মন্তব্য। যেখানে তিনি বলেন, “এক দিক থেকে মহম্মদ, এক দিক থেকে কৃষ্ণা, দুইজনই আজ ধ্বংস নামিয়ে দেবে।” গিলের এই মন্তব্যের অডিও দ্রুতই সোশ্যাস মিডিয়া মাধ্যম ‘এক্স’-এ ভাইরাল হয়ে যায়।
advertisement
ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং সমর্থকদের কাছে দ্বিতীয় ইনিংসে সিরাজ ও কৃষ্ণার পারফরম্যান্স নিয়ে অনেক আশা রয়েছে। প্রথম ইনিংসে প্রসিধ কৃষ্ণা ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন, যদিও তাঁর ইকোনমি রেট ছিল কিছুটা বেশি, ৬.৪০। অপরদিকে, মহম্মদ সিরাজ বল হাতে নিয়ন্ত্রণ দেখালেও ২৭ ওভারে ১২২ রান দিয়ে মাত্র ২ উইকেট নিতে পেরেছেন।
advertisement
advertisement
প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর ভারত দ্বিতীয় ইনিংসে কেএল রাহুল (১৩৭) এবং ঋষভ পন্তের (১১৮) সেঞ্চুরিতে ভর করে ৩৬৪ রান তোলে। ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭১ রান। পঞ্চম দিনের সকালে ইংল্যান্ড ওপেনিং জুটিতে ১৮৮ রান তোলে। তারপর অল্প ব্যবধানে ২ উইকেট হারায় ইংল্যান্ড।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 8:33 PM IST