Eden Gardens Pitch: ‘গম্ভীর যেরকম চেয়েছিল সেইরকমই পিচ দেওয়া হয়েছে, ৪ দিন দেওয়া হয়নি এক ফোঁটাও জল’, ইডেন পিচ নিয়ে সোজাসাপ্টা সৌরভ

Last Updated:

Eden Gardens Pitch: হয়তো প্রথম দুঘণ্টাতেই ম্যাচের যবনিকা পতনও হয়ে যেতে পারে। যা টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপন বলে মনে করছে না সিএবি। এই নিয়ে প্রেসিডেন্ট থেকে সিএবির সকল কর্তাই  হতাশ।

ইডেনের পিচে আশা-আশঙ্কার তৃতীয় দিন রবিবার
ইডেনের পিচে আশা-আশঙ্কার তৃতীয় দিন রবিবার
কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের দুদিনের খেলা শেষ৷ ভারত এবং দক্ষিন আফ্রিকার উইকেট পতনের ধারাবাহিক প্রদর্শনী দেখে অদৃশ্য চাপের স্রোত নিশ্চিতভাবে বয়ে চলেছে। চাপের এই মানসিক স্থিতি এখন দুই শিবিরেই। কারণ উইকেটের চরিত্র যেভাবে বদল হচ্ছে তাতে কত রানের টার্গেট জয় তুলে নেওয়ার জন্য সহজ তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সাত উইকেট হারিয়ে তেষট্টি রানে এগিয়ে দক্ষিন আফ্রিকা। আরও তিরিশ রান যদি অধিনায়ক বাভুমা তাঁর দলের বাকি ব্যাটারদের নিয়ে তুলতে পারেন তাহলে লড়াই জমে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইডেনের পিচ এত তাড়াতাড়ি খারাপ হবে তা ভারতীয় শিবির আশা করেনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, “ভারতীয় শিবির থেকে যা চাওয়া হয়েছে সেই উইকেট দেওয়া হয়েছে। চারদিন ধরে পিচে জল না দেওয়া হলে যা হওয়ার তাই হয়েছে।এখন কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে দায় ঠেললে তো হবে না। ”
advertisement
advertisement
ম্যাচ শুরুর ২ দিন আগে থেকে বোর্ডের থেকে আসা দুই পিচ কিউরেটরই পিচের দেখভাল করছেন৷ সুজন মুখোপাধ্যায়কে ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি- এমনটাই সিএবি সূত্রে খবর৷
৬ বছর পরে ইডেনে টেস্ট ম্যাচের আসর। গোলাপি বলের টেস্ট ম্যাচ হয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে। সেবারও আড়াই দিনের কম সময়ে টেস্ট শেষ হয়েছিল। এবারও একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। অথচ দর্শক পরিপূর্ন টেস্ট ম্যাচে পাঁচদিন ধরে ব্যাটার-বোলারদের লড়াই হোক চেয়েছিল সিএবি। দ্বিতীয় দিনে একচল্লিশ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
advertisement
ঠান্ডার আমেজ মেখে রবিবাসরীয় দুপুরে ক্রিকেটীয় উত্তাপ দেখতে আধ লক্ষ ক্রিকেটপ্রেমী জনতা ভিড় করবে,এটাই ছিল আশা সিএবির। অথচ যা পরিস্থিতি তাতে সেই আশা কার্যত নেই। হয়তো প্রথম দুঘণ্টাতেই ম্যাচের যবনিকা পতনও হয়ে যেতে পারে। যা টেস্ট ক্রিকেটের ভালো বিজ্ঞাপন বলে মনে করছে না সিএবি। এই নিয়ে প্রেসিডেন্ট থেকে সিএবির সকল কর্তাই  হতাশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Eden Gardens Pitch: ‘গম্ভীর যেরকম চেয়েছিল সেইরকমই পিচ দেওয়া হয়েছে, ৪ দিন দেওয়া হয়নি এক ফোঁটাও জল’, ইডেন পিচ নিয়ে সোজাসাপ্টা সৌরভ
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement