ফুটবলারকে চড় মারা কোচকে দায়িত্ব দিতে চলেছে ইস্টবেঙ্গলের ইনভেস্টর সংস্থা, অখুশি সমর্থকরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
কলকাতা: ইস্টবেঙ্গলের বাজেট বাড়ানো হবে দুদিন আগে মিটিংয়ে এই প্রতিশ্রুতি দিয়েছিল ইনভেস্টার সংস্থা ইমামি। সমর্থকদের দাবি ছিল এটিকে মোহনবাগানের মতো বাজেট করতে হবে। আজ শনিবার আবার একটা মিটিং হওয়ার কথা। সুপার কাপের পরই স্টিফেন কনস্টানস্টাইনের বিদায় নিশ্চিত। ব্রিটিশ কোচের উত্তরসূরি কে হবেন? সেটাই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের প্রধান প্রশ্ন।
কোচ হিসেবে জোসেফ গোমবাউকেই প্রথম পছন্দ লগ্নিকারী সংস্থা ইমামির। তার প্রধান কারণ কম বাজেট। এই স্প্যানিশ কোচের হাতে এখন কাজ নেই। তাই কম অর্থেই তিনি কোচ হতে রাজি হয়েছেন। শুধু ব্যর্থতাই নয়, বারবার বিতর্কেও জড়িয়েছেন স্প্যানিশ প্রশিক্ষক জোসেফ গোমবাউ। ২০১৮-২০ এবং ২০২২-২৩ দু’দফায় ওড়িশা এফসির প্রধান কোচের দায়িত্বে ছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন - Shakib: মহৎ কাজ সাকিবের! ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডারের
এই পর্বে ক্লাবটির সাফল্যের ভাঁড়ার শূন্য। এছাড়া ৪৬ বছর বয়সি এই কোচের উপর একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগও উঠেছে। সদ্যসামাপ্ত আইএসএলে ভারতীয় প্লেয়ার আইজ্যাককে চড় মেরেছিলেন বলে অভিযোগ। ফুটবলারদের সঙ্গে অত্যন্ত ন্যাক্কারজনক ব্যবহার করেন তিনি। তার জেরেই মরশুমের শেষেই তাঁকে তড়িঘড়ি ছাঁটাই করেছে ওড়িশা এফসি।
advertisement
advertisement
📰#Exclusive | East Bengal FC is close to roping in Josep Gombau as their new head coach.#IndianFootball⚽️ #ISL #EastBengalFChttps://t.co/WPYflNqXg3
— The Bridge Football (@bridge_football) March 24, 2023
বিশেষজ্ঞদের মত, এই সস্তার কোচ ইস্টবেঙ্গলের ভাগ্য ফেরাতে পারবেন না। শক্তিশালী দল গড়তে হলে ভাল প্রশিক্ষকের প্রয়োজন, এই সহজ কথাটা লগ্নিকারী সংস্থাকে বুঝতে হবে। ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা অবশ্য সের্গিও লোবেরা, আন্তোনিও হাবাস, টামাস ব্রাডরিচের মানের কোচ চাইছিলেন।
advertisement
পছন্দের কোচের তালিকাও লগ্নিকারী সংস্থার কাছে পাঠিয়েছিলেন। এদিকে, জানা গিয়েছে, ইতিমধ্যেই গোমবাউ কলকাতায় পৌঁছেছেন। লগ্নিকারী সংস্থার অফিসের কাছকাছি এক হোটেলে উঠেছেন তিনি। তাকে সম্ভবত ২ বছরের চুক্তি অফার করা হবে। জোসেফ রাজি হলে ওড়িশা থেকে নন্দকুমার, জেরি, নরেন্দ্র গেহলটদের নিয়ে আসতে পারেন তিনি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2023 11:57 AM IST