Shakib: মহৎ কাজ সাকিবের! ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডারের

Last Updated:
বাংলাদেশের মানুষের জন্য সাকিবের ক্যান্সার ফাউন্ডেশন
বাংলাদেশের মানুষের জন্য সাকিবের ক্যান্সার ফাউন্ডেশন
ঢাকা: ক্রিকেটার হিসেবে তার জাত নিয়ে প্রশ্ন তোলার জায়গায় নেই। সবচেয়ে বড় কথা দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি। আগামী দিনে তার জায়গা কে নেবে সেটা সবথেকে বড় প্রশ্ন। শুধু বাংলাদেশ নয়, সাকিব আল হাসান বিশ্বের এমন এক অলরাউন্ডার যার জুড়ি মেলা ভার। তবে প্রচুর বিতর্কে জড়িয়েছেন। আবার অনেক মানুষকে সাহায্য করেছেন।
ডান হাত জানতে পারে না বা হাতে কতটা দান ধ্যান করেন। ক্রিকেট এবং ক্যানসার হাসপাতাল—এই দুটি কথা একসঙ্গে উচ্চারিত হলেই যাঁর নাম প্রথমেই মনে হয়, সেই ইমরান খান এখানেও প্রেরণা। সাকিব তাঁর বক্তব্যে ক্যানসার নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করার অঙ্গীকার করলেন। তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির তাঁকে এ ব্যাপারে কতটা অনুপ্রাণিত করেছেন, জানালেন সে কথাও।
advertisement
advertisement
শিশিরের একটা ভিডিও-ও দেখানো হল অনুষ্ঠানে। যেটিতে গত দু বছরের মধ্যে ক্যানসারে মা–বাবা দুজনকেই হারানোর বেদনার কথা বললেন তিনি। এই ফাউন্ডেশনের মাধ্যমে বড় কিছুই করতে চান সাকিব, আমাদের স্বপ্নটা বড়, একটা ক্যানসার হাসপাতাল করা। যেখানে পরিপূর্ণ আধুনিক চিকিৎসার সকল সুযোগ থাকবে। একদমই কম খরচে মানুষ যে হাসপাতালে এসে হাসিমুখে বাড়ি ফিরবে।
advertisement
গর্ব করে বলবে, বাংলাদেশেও এমন একটি হাসপাতাল আছে। হাসপাতাল যখন হওয়ার হবে। আপাতত ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর কাজটা শুরু করে দিতে চায় এই ফাউন্ডেশন। কাফি খান জানালেন একটা ডায়াগনস্টিক সেন্টার করার চিন্তার কথাও। যেখানে গরিব রোগীরা একটু কম পয়সায় ক্যানসারের ব্যয়বহুল পরীক্ষা–নিরীক্ষা করতে পারবেন।
advertisement
অথবা এমনও হতে পারে, খরচের একটা অংশের জোগান দেবে এই ফাউন্ডেশন। ২০১৭ থেকে ২০২৩—প্রায় ছয় বছর পর সাকিব আল হাসান ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে আলোর মুখ দেখেছে, তবে এর প্রস্তুতি চলছিল এতগুলো বছর ধরেই। সাকিব জানেন যখন বাংলাদেশ থেকে তার ক্রিকেট জীবন শুরু হয়েছিল সেই তুলনায় দেশ এখন কতটা এগিয়েছে। তবে এখনও এগোতে হবে তাদের।
advertisement
পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় দিনের শেষে শুধু ক্রিকেটার নয়, সে দেশের মানুষের উন্নয়নের স্বার্থে কাজ করছেন এর থেকে বড় বিজ্ঞাপন কিছু হতে পারে না। এই মহৎ কাজে তার হাজার কলঙ্ক দূর হয়ে যাওয়ার মতো।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Shakib: মহৎ কাজ সাকিবের! ক্যানসার ফাউন্ডেশন তৈরির ঘোষণা বিশ্বসেরা অলরাউন্ডারের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement