'দুচোখে বারুদ ভরা' থাকলেও এদিন বাধ মানল না জল, বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে আবেগে ভাসলেন ইস্টবেঙ্গল সমর্থকরা

Last Updated:

ডার্বি সহ দুই ম্যাচ হারের পর আইএসএবে বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে ফিরল ইস্টবেঙ্গল। ক্লেটন সিলভার গোলে জয় পেল কনস্ট্যাইনটাইনের দল। জয়ের পর ভাইরাল লাল-হলুদ সমর্থকদের ভিডিও।

#বেঙ্গালুরু: 'জার্সি মানেই আমার মা, আর তো কিছুই জানি না। সবুজ ঘাসে লড়াই করে, ছিনিয়ে নেবো জয়।' অবশেষে ডার্বি সহ টানা দুই হারের পর আইএসএলে দ্বিতীয় জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। অরিজিৎ সিং-য়ের গাওয়া 'একশো বছর' গানটির মতই বেঙ্গালুরুর বিরুদ্ধে ১-০ গোলে এই জয় পেতে অনেক বাধা-বিপত্তি পেরোতে হয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের দলকে। অনেক লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করতে হয়েছে সমর্থকদেরও। জয়ের স্বাদ পেয়ে তাই আবেগ বাধ মানল না।
শনিবার আইএলের অ্যাওয়ে ম্যাচে জয়ের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ম্যাচ জেতার পর গ্যালারিতে হাউ হাউ করে কাঁদছেন দুজন সমর্থক। তাদের চোখের জলই বলে দিচ্ছিল এই জয়টার মাহাত্ম্য বা গুরুত্ব। অরিজ‍িৎ সিংয়ের থিম সংয়ে 'দুচোখে বারুদ ভরা' থাকলেও এদিন কিন্তু আনন্দ অশ্রুতে তারা বুঝিয়ে দিলেন সত্যিই ক্লাব তাদের কাছে মায়ের সমান। ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকেও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে কান্তিরাভা স্টেডিয়াম জ্বলল লাল-হলুদ মশাল। ম্যাচের প্রথম থেকেই হাড্ডাহাড্ডি ফুটবল খেলছিল দুই দল। বেশ কয়েকটি গোলর সুযোগ তৈরি করলেও দো মিলছ না কাঙ্খিত গোলর। অবশেষে ম্যাচের ৬৯ মিনিটে ইস্টবেঙ্গলের জয়সূচক গোল করেন ক্লেটন সিলভা। এরপর আক্রমণের ঝাঁঝ বাড়ালেও সুনীল ছেত্রীরা গোল শোধ করতে পারেনি। এই জয়ের ফলে ৬ ম্যাচে ২টি জয়ের সৌজন্যে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৮ নম্বরে উঠে লাল-হলুদ ব্রিগেড।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'দুচোখে বারুদ ভরা' থাকলেও এদিন বাধ মানল না জল, বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ে আবেগে ভাসলেন ইস্টবেঙ্গল সমর্থকরা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement