East Bengal: শ্রীনিধিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল, ডার্বিতেই ফয়সালা হবে সুপার কাপের সেমিতে কোন দল

Last Updated:

East Beat Sreenidi Deccan by 2-1 goal: দুপুরে মোহনবাগানের পর রাতে সুপার কাপের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলও। শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড।

শ্রীনিধিকে হারাল ইস্টবেঙ্গল
শ্রীনিধিকে হারাল ইস্টবেঙ্গল
কলিঙ্গ: দুপুরে মোহনবাগানের পর রাতে সুপার কাপের গ্রুপ লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গলও। শ্রীনিধি ডেকানকে ২-১ গোলে হারাল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন হিজাজি মাহের এবং জেভিয়ার সিভেরিয়ো। শ্রীনিধির হয়ে উইলিয়াম একটি গোল শোধ করলেও শেষ রক্ষা হয়নি। আর লাল-হলুদের জয়ের ফলে বেজে গেল ডার্বির দামামা। সুপার কাপের গ্রুপ এ থেকে সেমি ফাইনালে যাবে কোন দল তা ঠিক হবে আগামি ১৯ জানুয়ারি কলকাতা ডার্বির রেজাল্টে।
এদিন ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে প্রথমার্ধে অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলস্বরূপ গোলের জন্য বেশি প্রতীক্ষাও করতে হয়নি। ১২ মিনিট- লাল-হলুদের হয়ে গোলের খাতা খুললেন হিজাজি মাহের। নিশু ফ্রিকিক থেকে মাপা শটে বল বাড়িয়েছিলেন হিজাজিকে। হিজাজি হেডে বল জালে জড়িয়ে দেন।
১-০ গোলে এগিয়ে গিয়েও আক্রমণের মাত্রা কমায়নি ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল মাঝমাঠকে অনেক বেশি সংঘবদ্ধ দেখিয়েছে। ৩১ মিনিটে দ্বিতীয় গোল পেয়ে যায় কার্লোস কুয়াদ্রাতের দল। হিজাজি লম্বা বল বাড়ান ক্লেটনকে লক্ষ্য করে। কিন্তু ক্লেটন বল নিয়ে এগোতে গিয়ে পড়ে যান। তবে সিভেরিও সেই বল ধরে গোলমুখী শট নেন। বাঁ-পায়ে নেওয়া তাঁর ভলিটি ডেকানের প্লেয়ারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইস্টবেঙ্গ।
advertisement
advertisement
২ গোলের লিড নিয়ে সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে অনেক বেশি ডিফেন্সিভ মনে হয়। প্রথমার্ধের সেই আক্রমণ ও ছন্দ অনেক কম লক্ষ্য করা যায়। উল্টে ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে শ্রীনিধি। ম্যাচের ৯০ মিনিটে বক্সের ভিতর বিয়াকতেয়াকে অকারণে ফাউল করে বসেন অজয় ছেত্রী। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান উইলিয়াম। তবে শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড।
বাংলা খবর/ খবর/খেলা/
East Bengal: শ্রীনিধিকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল, ডার্বিতেই ফয়সালা হবে সুপার কাপের সেমিতে কোন দল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement