Yuvraj Singh Biopic: খুব শীঘ্রই বায়োপিক আসছে যুবরাজের, নিজের ভূমিকায় কাকে দেখতে চান? জানিয়ে দিলেন যুবি

Last Updated:
Yuvraj Singh wants to see Ranbir Kapoor in his biopic: তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতু বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
1/5
তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
তারকা ক্রিকেটারের জীবনী নিয়ে বায়োপিক তৈরি বলিউডে কোনও নতুন বিষয় নয়। এবার কলকাতায় নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এসে সুখবর দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্টার যুবরাজ সিং।
advertisement
2/5
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
কলকাতার রাজারহাটের মার্লিন রাইজ স্পোর্টস রিপাবলিকের ক্রিকেট উৎসাহীদের জন্য সেন্টার অফ এক্সিলেন্স এবং "হাই-পারফরম্যান্স সেন্টার" -এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুবরাজ সিং।
advertisement
3/5
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
সেখানেই যুবরাজ জানান খুব শীঘ্রই তাঁর বায়োপিকের কাজ শুরু হতে চলেছে। আর নিজের ভূমিকায় বড় পর্দায় কাকে দেখতে চান সেই বলিউড সুপার স্টারের নামও জানিয়ে দেন ছয় ছক্কার মালিক।
advertisement
4/5
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,"আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক"।
যুবরাজ সিং জানান, রণবীর কাপুরের অ্যানিমল দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন। রণবীর অনবদ্য অভিনয় করেছেন বলেও জানান যুবি। তারপরই যুবরাজ বলেন,"আমার ইচ্ছা আমার বায়োপিকে রণবীর কাপুর অভিনয় করুক"।
advertisement
5/5
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,"দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।"
তবে ফাইনাল কল পরিচালকের উপরই ছেড়েছেন যুবরাজ। বলেছেন,"দিনের শেষে পরিচালকের ভাবনাই শেষ কথা। উনি যে অভিনেতাকে চাইবেন, তিনিই আমার চরিত্রে করবেন। অতি দ্রুত সুখবর পেয়ে যাবেন।"
advertisement
advertisement
advertisement