Durga Puja 2023: শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত বিশ্বজয়ী ব্রাজিল তারকা

Last Updated:

Ronaldinho inaugurates Sreebhumi Durga Puja : পুজোর সময় শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো। পুজোর আনন্দ আরও দ্বিগুন করেছেন কিংবদন্তী ফুটবলার। কলকাতায় পা দিয়েই সোমবার সকাল থেকে নান কর্মসূচিতে যোগ দিচ্ছেন রোনাল্ডিনহো। সোমবার সন্ধ্যায় তিনি যান তিলোত্তমার সবচেয়ে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমিতে।

ফুটবল তারকা
ফুটবল তারকা
উত্তর ২৪ পরগনা: পুজোর সময় শহরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা রোনাল্ডিনহো। পুজোর আনন্দ আরও দ্বিগুন করেছেন কিংবদন্তী ফুটবলার। কলকাতায় পা দিয়েই সোমবার সকাল থেকে নান কর্মসূচিতে যোগ দিচ্ছেন রোনাল্ডিনহো। সোমবার সন্ধ্যায় তিনি যান তিলোত্তমার সবচেয়ে নজরকাড়া পুজোগুলির মধ্যে অন্যতম শ্রীভূমিতে। মন্ত্রী সুজিত বসুর পুজোয় এদিন রোনাল্ডিনহো ধরা দিলেন একেবারে ঘরের ছেলের মত।
শ্রীভূমিতে এদিন রোনাল্ডিনহোর জন্য সাম্বা ডান্সের আয়োজন করা হয়েছিল। এছাড়া বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়েই স্বাগত জানানো হয় তারকাকে। হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন স্মারকসম্মান সহ ফুল। যা দেখে রীতিমতো উচ্ছ্বাস ধরা পড়ে, বিশ্বকাপ জয়ী এই ফুটবল তারকার চোখে। জিলের ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড়কে এত কাছ থেকে দেখে উন্মাদনা লক্ষ্য করা যায় ব্রাজিল সমর্থক থেকে শুরু করে ক্রীড়া প্রেমী ও সাধারণ মানুষদের মধ্যেও। একবার স্বচক্ষে ফুটবল তারকাকে দেখতে ও মোবাইল বন্দী করতে ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ।
advertisement
advertisement
এত মানুষের উচ্ছ্বাস ফুটবলের প্রতি ভালোবাসা দেখে আপ্লুত ব্রাজিলিয়ান ফুটবল স্টার রোনাল্ডিনহো। ইতিমধ্যেই শ্রীভূমির এ বছরের পুজোর প্যান্ডেল প্যারিসের ডিজনিল্যান্ড দেখতে উপচে পড়ছে মানুষের ভিড়। ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসন থেকে ভলেন্টিয়ারদের। সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর দেখার পাশাপাশি বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান ফুটবল তারকাকে দেখার সুযোগ হাতছাড়া করেননি আমজনতাও।
advertisement

Catch Special Coverage on দুর্গা পূজা 2023 | Durga Puja 2023 Celebration in West Bengal , বাঙালির দুর্গাপূজা 2023 :- দুর্গা পূজা 2023 রেসিপি | দুর্গা পূজা 2023 রেস্তোরাঁ | দূর্গা পূজা 2023 ফ্যাশন | দূর্গা পূজা 2023 ফটো | দূর্গা পূজা 2023 ভিডিও

advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Durga Puja 2023: শ্রীভূমিতে যেন ঘরের ছেলে ঘরের ছেলে রোনাল্ডিনহো, ভালবাসায় আপ্লুত বিশ্বজয়ী ব্রাজিল তারকা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement