ডার্বিতে জোড়া গোল দিয়ামানতাকোসের, অনিরুদ্ধ থাপার গোলে ব্যবধান কমাল মোহনবাগান, রুদ্ধশ্বাস লড়াই যুবভারতীতে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
East Bengal vs Mohun Bagan: ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দুরন্ত ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে ১ গোলের লিড ছিল লাল-হলুদ ব্রিগেডের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ব্যবধান আরও বাড়াল অস্কার ব্রুজোর ছেলেরা।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে দুরন্ত ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে ১ গোলের লিড ছিল লাল-হলুদ ব্রিগেডের। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ব্যবধান আরও বাড়াল অস্কার ব্রুজোর ছেলেরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করার পর দ্বিতীয়ার্ধে চোখ ধাঁধানো গোল করলেন দিয়ামানতাকোস।
দ্বিতীয়ার্ঝের খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যেই অনবদ্য আক্রমণ থেকে গোল করে যান দিয়ামানতাকোস। দলগত খেলায় বাজিমাত করে যায় লাল-হলুদ। মহেশের পাস থেকে বক্সের মধ্যে বল পেয়ে যান গ্রীক তারকা। বাঁ পায়ে শট মারেন দিয়ামানতাকোস। মোহনবাগানের আলবের্তোর গায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। জার্সি খুলে উৎসব করার কারণে হলুদ কার্ডও দেখেন দিয়ামানতাকোস।
advertisement
এর আগে ম্যাচের প্রথমার্ধে পরিবর্ত হিসেবে মাঠে নেমেই ডার্বিতে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লেখান দিয়ামানতাকোস। বক্সের মধ্যে পিছন থেকে বিপিনকে ফাউল করলেন আশিস। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করলেন দিয়ামানতাকোস। বাঁ দিকে ঝাঁপিয়েছিলেন বিশাল। তবে বল আটকাতে পারেননি।
advertisement
যদিও দ্বিতীয়ার্ধে ২ গোলের লিড বেশি সময় ধরে রাখতে পারেন ইস্টবেঙ্গল। গোল খাওয়ার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় মোহনবাগান। ৬৮ মিনিটে লিস্টন কোলাসোর শট বারে লাগে। ৬৯ মিনিটে বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন অনিরুদ্ধ থাপা। জটলার মাঝ থেকে বল জালে জড়িয়ে যায়। জমে উঠেছে কলকাতা ডার্বি। শেষ হাসি কে হাসবে সেটাই দেখার।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 17, 2025 8:36 PM IST