Dimitrios Diamantakos : ডার্বি জেতানো নায়ককেই ছেঁটে ফেলল ইস্টবেঙ্গল! লাল-হলুদে দিমি-পর্ব অতীত, নতুন স্ট্রাইকার তাহলে কে!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dimitrios Diamantakos : ডুরান্ড কাপে ডার্বি জিতিয়েছিলেন তিনি। করেছিলেন ২টো গোল। তবুও কর্তাদের মন পাননি! সেই দিমি-গড-এর কেরিয়ারে ইস্টবেঙ্গল পর্ব অতীত। ডার্বির নায়ককে আচমকাই ছাঁটাই করল ইস্টবেঙ্গল। এমন সিদ্ধান্তে অবাক সমর্থকরাও।
কলকাতা: ইস্টবেঙ্গলের জনতা তাঁকে বলতে শুরু করেছিল গ্রিক-গড! তবে সেই গড-এর একের পর ভুলের খেসারত দিতে হচ্ছিল দলকে। স্ট্রাইকারের খেসারত বলতে যা বোঝায়, গোল মিস! তাঁর পারফরম্যান্সে ভ্রু কুঁচকে যাচ্ছিল লাল-হলুদ ম্যানেজমেন্টের। শেষে সেই গ্রিক ফুটবলার দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল।
ডুরান্ড কাপে ডার্বি জিতিয়েছিলেন তিনি। করেছিলেন ২টো গোল। তবুও কর্তাদের মন পাননি! সেই দিমি-গড-এর কেরিয়ারে ইস্টবেঙ্গল পর্ব অতীত। ডার্বির নায়ককে আচমকাই ছাঁটাই করল ইস্টবেঙ্গল। এমন সিদ্ধান্তে অবাক সমর্থকরাও।
ডুরান্ড কাপের ডার্বিতে দুরন্ত গোল। তবে ডুরান্ড কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করেন দিমি। সদ্য বাবা হয়েছেন। আর তাই তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। এরই মধ্যে দিমিকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হল। ক্লাবের তরফে জানানো হল, দুপক্ষের সম্মতিতেই এই বিচ্ছেদ।
advertisement
advertisement
কেরল ব্লাস্টার্সের হয়ে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হন দিয়ামান্তাকোস। সেই সময়ের ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ব্যক্তিগত স্তরে কথা বলে দিমিকে ইস্টবেঙ্গলে খেলার জন্য রাজি করান। ইস্টবেঙ্গলে কুয়াদ্রাত-জমানা শেষ হয়ে গিয়েছে আগেই। ফলে দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত ইস্টবেঙ্গল! কিন্তু সেই সময়ে চুক্তি সংক্রান্ত জটিলতা দেখা দেয়। সেই জন্য দিমিকে ছাড়তে কিছুটা সময় লাগল ক্লাবের।
advertisement
আরও পড়ুন- একটি জায়গা নিয়ে জোর লড়াই! এশিয়া কাপে ভারতীয় দলে কে পাবে সুযোগ?
ইস্টবেঙ্গলের এখন প্রয়োজন একজন স্ট্রাইকার। মরোক্কান হামিদ আহদাদ এখনও ম্যাচ ফিট নন। এবার দিয়ামান্তাকোস অতীত। ইস্টবেঙ্গল এবার কাকে নেয়, সেদিকেই সবার চোখ।
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 12:55 AM IST