Asia Cup 2025: একটি জায়গা নিয়ে জোর লড়াই! এশিয়া কাপে ভারতীয় দলে কে পাবে সুযোগ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: আসন্ন টুর্নামেন্টে একাদশে কাকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে চলছে জোর বিতর্ক।
ভারতীয় ক্রিকেট দল এশিয়া কাপ ২০২৫-এ অংশ নিতে প্রস্তুত, যেখানে তাদের অভিযান শুরু হবে ১০ই সেপ্টেম্বর থেকে। তবে, আসন্ন টুর্নামেন্টে একাদশে কাকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে, তা নিয়ে চলছে জোর বিতর্ক। ১৫ সদস্যের স্কোয়াডে নির্বাচকরা সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মাকে উইকেটকিপার-ব্যাটার হিসেবে অন্তর্ভুক্ত করেছেন।
সঞ্জু স্যামসন গত এক বছরে সংক্ষিপ্ত ফরম্যাটে ভারতের প্রথম পছন্দের কিপার-ব্যাটার ছিলেন। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর থেকে তাকে নিয়মিত দেখা গেছে। তবে ওপেনার হিসেবে শুভমান গিলের ফেরার পর স্যামসনের জায়গা অনিশ্চিত হয়ে পড়েছে। গিল ওপেন করলে স্যামসনকে মিডল অর্ডারে নামতে হতে পারে, যেখানে তার পরিসংখ্যান খুব একটা ভালো নয়।
advertisement
স্যামসনের আইপিএল ২০২৫ মরশুম ছিল চোটে জর্জরিত, তবুও তিনি ১৪০.৩৯ স্ট্রাইক রেটে ২৮৫ রান করেন। তবে আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজে, তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। মিডল অর্ডারে সুযোগ পেয়ে ধারাবাহিকভাবে ভালো খেলতে না পারার কারণে, কেরালা ক্রিকেট লিগেও তাকে আবার ওপেন করতে দেখা গেছে, যেখানে তিনি ৪২ বলে সেঞ্চুরি হাঁকান।
advertisement
advertisement
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া তার ইউটিউব চ্যানেলে জানান, স্যামসনের ওপেনার হিসেবে রেকর্ড দুর্দান্ত হলেও ৪ থেকে ৭ নম্বরে তার গড় মাত্র ২০ এবং স্ট্রাইক রেট ১২৬ – যা একেবারেই সন্তোষজনক নয়। তিনি বলেন, “ওপরে খেলালে স্যামসন দুর্দান্ত, কিন্তু নিচে নামলেই পারফরম্যান্স পড়ে যায়।”
অন্যদিকে, জিতেশ শর্মা এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। প্রথম মরশুমেই ১৭৬.৩৫ স্ট্রাইক রেটে ব্যাট করে দলকে প্রথমবারের মতো শিরোপা জিততে সাহায্য করেন তিনি। মিডল অর্ডারে ফিনিশার হিসেবে তার কার্যকারিতা স্যামসনের থেকে প্রাধান্য পাওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
advertisement
ভারতের চূড়ান্ত স্কোয়াডে উইকেটকিপার হিসেবে স্যামসন ও জিতেশ থাকলেও, স্ট্যান্ডবাই তালিকায় আছেন ধ্রুব জুরেলের মতো প্রতিভাবান ক্রিকেটাররাও। ফলে আসন্ন এশিয়া কাপে উইকেটকিপার-ব্যাটার হিসেবে কাকে বেছে নেওয়া হবে, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের জন্য এক বড় সিদ্ধান্ত হতে চলেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 3:12 PM IST