Soumyadip Roy: টেবিল টেনিসের জাতীয় কোচ সৌম্যদীপ রায় গড়াপেটায় অভিযুক্ত- দিল্লি হাইকোর্ট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
কোচিং লাইসেন্স বাতিল হতে পারে সৌম্যদীপের। গত অলিম্পিক্সে (Olympics) ভারতীয় দলের কোচ ছিলেন বাংলার সৌম্যদীপ (Soumyadip Roy) ।
#কলকাতা: টেবিল টেনিসের (Table Tennis) জাতীয় কোচ সৌম্যদীপ রায় (Soumyadip Roy) গড়াপেটায় অভিযুক্ত। দিল্লি হাইকোর্টের রায়। দেশের অন্যতম মহিলা টেবিল টেনিস তারকা মনিকা বাত্রার (Manika Batra) অভিযোগের ভিত্তিতে তদন্ত করেছিল উচ্চ আদালত। অভিযোগ খতিয়ে দেখে বলা হয়েছে, নিজের ছাত্রী সুতীর্থা মুখোপাধ্যায়কে সুবিধা পাইয়ে দিতে গড়াপেটায় জড়িয়েছিলেন সৌম্যদীপ (Soumyadip Roy) । কোচিং লাইসেন্স বাতিল হতে পারে সৌম্যদীপের। গত অলিম্পিক্সে (Olympics) ভারতীয় দলের কোচ ছিলেন বাংলার সৌম্যদীপ (Soumyadip Roy) ।
এর আগে সেপ্টেম্বরের শুরুতেই ভারতীয় টেবিল টেনিস দলের জাতীয় কোচ বাঙালি খেলোয়াড় সৌম্যদীপ রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করলেন মনিকা বাত্রা (Manika Batra on Soumyadeep Roy)। মনিকার দাবি, টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জনকারী ম্যাচের আগে তাঁকে ম্যাচ ছেড়ে দিতে অনুরোধ করেছিলেন কোচ।
টোকিও অলিম্পিক্স চলাকালীন তিনি জাতীয় কোচ সৌম্যদীপ রায়ের সাহায্য নিতে অস্বীকার করেছিলেন। এরপরে মণিকা বাত্রা ও দলের কোচ সৌম্যদীপ রায়ের তিক্ততার সম্পর্ক বাইরে আসতে থাকে। এরপরে সফল হতে পারেননি মণিকা বাত্রা। ভারতীয় প্যাডলারের ব্যর্থতার পর মণিকা বাত্রাকে শোকজ করে ভারতের টেবিল টেনিস ফেডারেশন। সেই শোকজের জবাবেই এদিন বোমা ফাটিয়েছেন ভারতীয় প্যাডলার। তিনি নিজের বক্তব্যে অনড় এবং প্রমাণ দিতেই রাজি বলে জানিয়েছেন।
advertisement
advertisement
Eron Roy Burman
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 11, 2022 8:20 PM IST