Hardik Pandya: কাস্টমসের ফাঁদে হার্দিক ! বিমানবন্দরে বাজেয়াপ্ত তাঁর ৫ কোটি টাকা মূল্যের দুটি ঘড়ি
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Hardik Pandya’s Rs 5 crore watches held up at Mumbai airport: ৫ কোটি টাকা মূল্যের দামি ঘড়ি সঙ্গে থাকায় বিমানবন্দরে সমস্যায় পড়েন হার্দিক পান্ডিয়া ৷
মুম্বই: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন টি টোয়েন্টি সিরিজের দলে নেই হার্দিক পান্ডিয়া ৷ টি২০ বিশ্বকাপেও সেভাবে ভালো পারফর্ম করতে পারেননি ৷ চোট-আঘাত সমস্যা নিয়ে ভালোমতোই ভুগেছেন তিনি ৷ এর মধ্যেই আবার মুম্বই বিমানবন্দরে সমস্যায় পড়লেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Customs Department seized two wrist watches worth Rs 5 crores of cricketer Hardik Pandya) ৷
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, সংযুক্ত আরব আমিরশাহী (UAE) থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফেরার পর মুম্বই বিমানবন্দরে হার্দিকের দুটি ঘড়ি আটক করেন কাস্টমস আধিকারিকরা ৷ ওই দুটি ঘড়ির ভারতীয় মুদ্রায় মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা গিয়েছে ৷ ঘড়ি দুটি সঙ্গে থাকলেও সেগুলির কোনও রশিদ বা কাগজপত্র সঙ্গে ছিল না হার্দিকের ৷ আর তাতেই সমস্যায় পড়তে হয় তাঁকে ৷ বিমানবন্দরের কাস্টমস কর্তারা আটকে দেন ঘড়ি দুটি ৷
advertisement
advertisement
Customs Department seized two wrist watches worth Rs 5 crores of cricketer Hardik Pandya, on Sunday night (November 14) when he was returning from Dubai. The cricketer allegedly did not have the bill receipt of the watches: Mumbai Customs Department pic.twitter.com/tx7hCxFknH
— ANI (@ANI) November 16, 2021
advertisement
দামি গাড়ি, ঘড়ি বা যে কোনও দামি, বিলাসবহুল জিনিসের দিকে হার্দিকের বরাবরেরই ঝোঁক রয়েছে ৷ এ কথা সকলেরই জানা ৷ তবে বিমানে ট্রাভেল করার সময়ে সঙ্গে কোনও দামি জিনিসপত্র থাকলে, সেগুলির যথাযথ কাগজপত্র থাকা প্রয়োজন ৷ এমনকী, সঙ্গে বেশি পরিমানে ক্যাশ থাকলেও বিমানবন্দরে সমস্যায় পড়তে হয় অনেক সময়ে৷
advertisement
যদিও এমন দামি সব ঘড়ি পরেও হার্দিককে খারাপ সময় দেখতে হচ্ছে। ফিটনেস নিয়ে সমস্যা প্রভাব ফেলেছে মাঠের পারফরম্যান্সে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2021 9:25 AM IST