Rail Ticket Reservation: আগামী ৭ দিন সমস্যা হতে পারে রেলের টিকিট রিজার্ভেশনে, পরিষেবা বন্ধ থাকবে প্রতিদিন ৬ ঘণ্টার জন্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের পুরনো অবস্থায় ফিরে আসবে দূরপাল্লার পরিষেবা। আর সেটা করার জন্যই রবিবার থেকে শুরু করে আগামী সাত দিন রাতে ছ’ঘণ্টার জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে।
নয়াদিল্লি: করোনাকালের ধাক্কা সামলে উঠে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রেলের পরিষেবা ৷ এখন আর শুধুমাত্র স্পেশাল ট্রেনের উপর নির্ভরশীল থাকতে হবে না যাত্রীদের ৷ দেশের বিভিন্ন স্টেশন থেকে আবার আগের মতোই রেল পরিষেবা স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে ৷ খুব তাড়াতাড়ি বন্ধ করা হবে সব স্পেশাল ট্রেন ৷ এর ফলে টিকিটের ভাড়াও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে ৷ কারণ স্পেশাল ট্রেনের ক্ষেত্রে ভাড়াও ছিল সাধারণের থেকে ৩০ শতাংশ বেশি (Indian Railways ticket reservation system )।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ফের পুরনো অবস্থায় ফিরে আসবে দূরপাল্লার পরিষেবা। আর সেটা করার জন্যই রবিবার থেকে শুরু করে আগামী সাত দিন রাতে ছ’ঘণ্টার জন্য টিকিট সংরক্ষণ ব্যবস্থা বন্ধ থাকবে। অর্থাৎ ১৪ নভেম্বর মধ্যরাত থেকে শুরু করে ২০-২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দিনে ৬ ঘণ্টা ধরে টিকিট রিজার্ভেশন পরিষেবা বন্ধ থাকবে ৷ রাত ১১টা থেকে শুরু করে ভোর ৫.৩০ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ৷
advertisement
advertisement
আরও পড়ুন- Share Market News: আশিস কাচোলিয়ার এই শেয়ার এক মাসেই দিয়েছে ভালো রিটার্ন, দেখে নিন এক নজরে
এই সময়ের মধ্যে কাটা যাবে না টিকিট ৷ পাশাপাশি টিকিট বাতিল বা টিকিট রিজার্ভেশন সংক্রান্ত খোঁজখবর নেওয়া, কোনও কিছুই করা সম্ভব হবে না ৷ অনলাইন বা অফলাইন কোনও ভাবেই টিকিট রিজার্ভেশন আগামী সাত দিন ওই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব হবে না ৷ এমনটাই রেলের তরফে জানানো হয়েছে ৷ তাই যারা রেলের টিকিট বুকিং করতে চান, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2021 12:05 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Rail Ticket Reservation: আগামী ৭ দিন সমস্যা হতে পারে রেলের টিকিট রিজার্ভেশনে, পরিষেবা বন্ধ থাকবে প্রতিদিন ৬ ঘণ্টার জন্য