#দোহা: ভারতের জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ বলছেন ভাগ্যিস তিনি এই মুহূর্তে কলকাতা অথবা কেরলে নেই। কারণ তার দেশ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আজ বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামছে মেসির আর্জেন্টিনা। এই দুই রাজ্যে আর্জেন্টিনার সমর্থক প্রচুর পরিমাণে জানেন ইগর। তাই এখানে থাকলে ভারতীয় ফুটবল ভক্তদের হাতে তিনি মার খেতেও পারতেন, মজা করে বলছেন ইগর।
ইউরোপের ছোট্ট একটি দেশ ক্রোয়েশিয়া। আয়তন ৫৯ হাজার ৫৯৪ বর্গ কিলোমিটার। জনসংখ্যা খুবই কম। মাত্র ৩.৯ মিলিয়ন তথা ৩৯ লাখ। মাত্র ৩১ বছর বয়সী এবং এত কম জনসংখ্যার একটি দেশ বিশ্ব ক্রীড়াক্ষেত্রে যে অভাবনীয় সাফল্য দেখিয়ে আসছে তা রীতিমতো বিস্ময়কর। ফুটবল মাঠে এমন অসাধারণ পারফরম্যান্স বাদ দিলে, হ্যান্ডবলে দুটি ডেভিস কাপ, দুটি অলিম্পিক স্বর্ণ পদক রয়েছে তাদের।
ওয়াটারপোলোতে রয়েছে দুটি বিশ্বকাপ। এছাড়া কোস্টেলিক ভাইদের দু’জন- ইভান এবং ইয়ানিকা মিলে স্কিইংয়ে জিতেছেন আটটি অলিম্পিক পদক। এছাড়া ব্লাঙ্কা ভ্লাসিক এবং নিকোলা- দুই বোন মিলে হাইজাম্পে দুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং দুটি অলিম্পিক পদক জয় করেছেন। তবে একটি ক্ষেত্র, ফুটবল, যেখানে ক্রোয়েশিয়া দিনে দিনে উন্নতি করে চলেছে।
এখনও পর্যন্ত মোট ৬বার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্রোয়াটরা। এরমধ্যে তিনবারই তারা উঠেছে সেমিফাইনালে। এর মধ্যে একবার খেলেছে ফাইনালও।সাবেক ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মাতে বিলিক বর্ণনা করেছেন, ফুটবলে কেন ক্রোয়েশিয়া এতটা জনপ্রিয় এবং ধীরে ধীরে এতটা সফল হয়ে উঠছে।
স্প্যানিশ পত্রিকা মার্কাকে বিলিক বলেন, এটা আমাদের মুহূর্ত এবং আমরা এ থেকে সর্বোচ্চ সুবিধাটা আদায় করতে সমর্থ। চার বছর আগেও আমরা প্রায় বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার পর্যায়ে পৌঁছে গিয়েছিলাম; কিন্তু পারিনি। এবার আমরা বিশ্বকাপ জয় ছাড়া কোনও কিছুই ভাবছি না। একই কথা প্রাক্তন ক্রোয়েশিয়ান স্ট্রাইকার সুকেরের। সুকের বলছেন আর্জেন্টিনাকে হারিয়ে তার দেশ যদি চার বছর পর আবার ফাইনালে পৌঁছতে পারে সেটাকে অঘটন বলা যাবে না।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Argentina, Croatia, Fifa world Cup 2022