Purulia Tourism: পুরুলিয়ার পর্যটন ব্যবসায়ে ধাক্কা! উৎসবের মরশুমে পর্যটক সংখ্যা কমছে অযোধ্যা পাহাড়ে, বাড়তি রোজগার থেকে বঞ্চিত মুখোশ শিল্পীরা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia News: রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলা। তবে পুরুলিয়ার পর্যটন ব্যবসা দিনদিন মার খাচ্ছে। পর্যটক সংখ্যা কমেছে অযোধ্যা পাহাড়ে। ফলে চড়িদার মুখোশ গ্রামে মুখোশ বিক্রি কমেছে অর্ধেক।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে এ-বছরের চিত্রটা খানিকটা আলাদা। পর্যটনের এই মরশুমে বিগত বছরের তুলনায় মুখোশ বিক্রি কম হয়েছে মুখোশ শিল্পীদের। এ বিষয়ে চড়িদা গ্রামের মুখোশ শিল্পী মিতালী সূত্রধর ও অনিতা সূত্রধর বলেন, বিগত বছরের থেকে এই বছর মুখোশ বিক্রি কম হয়েছে। পর্যটক সংখ্যাও অনেকটা কম ছিল অযোধ্যা পাহাড়ে। গোটা গ্রাম জুড়ে এই কয়েকটা দিনে মাত্র ৩০ লক্ষ টাকার কাছাকাছি মুখোশ বিক্রি হয়েছে। প্রতিবছর এই সংখ্যাটা থাকে ৫০ থেকে ৬০ লক্ষের কাছাকাছি। অর্থাৎ প্রায় অর্ধেক টাকার মুখোশ বিক্রি হয়েছে।
advertisement








