Nadia News: শীতের কামড় থেকে বাঁচতে রুম হিটার ব্যবহার করছেন? সাবধান! নবদ্বীপে যা হল শিউরে উঠবেন
- Reported by:Mainak Debnath
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রবল ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই ঘরে রুম হিটার ব্যবহার করছেন। তবে অসতর্ক ব্যবহারের জেরে যে কতটা বড় বিপদ নেমে আসতে পারে, তারই এক ভয়াবহ উদাহরণ সামনে এল নদিয়া জেলার নবদ্বীপ থেকে।
নদিয়া, মৈনাক দেবনাথ: উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই জাঁকিয়ে পড়েছে শীত। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমে যাওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে। প্রবল ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই ঘরে রুম হিটার ব্যবহার করছেন। তবে অসতর্ক ব্যবহারের জেরে যে কতটা বড় বিপদ নেমে আসতে পারে, তারই এক ভয়াবহ উদাহরণ সামনে এল নদিয়া জেলার নবদ্বীপ থেকে।
নবদ্বীপের বাবলারি বিষ্ণুপুর এলাকার বাসিন্দা সুরঞ্জন শীল (প্রামাণিক), বয়স প্রায় ৬৫ বছরের বেশি। পরিবার সূত্রে জানা যায়, প্রবল শীতের হাত থেকে কিছুটা আরাম পেতে তিনি রাতে ঘরের মধ্যেই একটি রুম হিটার জ্বালিয়ে ঘুমিয়েছিলেন। ভোর আনুমানিক তিনটে নাগাদ হঠাৎ করেই সেই রুম হিটার ফেটে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভিতর। আগুনের লেলিহান শিখায় ঘরের প্রায় সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সৌভাগ্যবশত বড় কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও পরিবার ব্যাপক আতঙ্কের মধ্যে পড়ে।
advertisement
advertisement
ঘটনার পর অভিজ্ঞ ব্যক্তিরা রুম হিটার ব্যবহারের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ সতর্কতার কথা জানিয়েছেন। তাঁদের মতে, রুম হিটার ব্যবহার করার সময় অবশ্যই ভাল ও নামী ব্র্যান্ডের যন্ত্র বেছে নেওয়া উচিত। পাশাপাশি বাড়ির বৈদ্যুতিক তার ঠিকঠাক রয়েছে কিনা এবং আর্থিং ব্যবস্থা সঠিকভাবে করা আছে কিনা তা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। বিশেষ করে সারারাত ধরে রুম হিটার চালিয়ে ঘুমানো একেবারেই নিরাপদ নয় বলে মত বিশেষজ্ঞদের।তাঁদের পরামর্শ, ঘুমোনোর আগে কিছুক্ষণ রুম হিটার চালিয়ে ঘর গরম করে নেওয়া যেতে পারে। ঘর যথেষ্ট উষ্ণ হয়ে গেলে হিটার বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ। শীতের মরশুমে একটু অসতর্কতা যে বড় দুর্ঘটনার কারণ হতে পারে, নবদ্বীপের এই ঘটনা তারই সতর্কবার্তা হয়ে থাকল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 07, 2026 5:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: শীতের কামড় থেকে বাঁচতে রুম হিটার ব্যবহার করছেন? সাবধান! নবদ্বীপে যা হল শিউরে উঠবেন








