ক্লাব ক্যারিয়ারে এবার ৭০০ গোল! সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রোনাল্ডো

Last Updated:

Cristiano Ronaldo scores winner against Everton and creates history by scoring 700 goals. ক্লাব ক্যারিয়ারে এবার ৭০০ গোল! সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রোনাল্ডো

ইউনাইটেডকে জেতালেন, ক্লাব ফুটবলে নতুন মাইলস্টোন রোনাল্ডোর
ইউনাইটেডকে জেতালেন, ক্লাব ফুটবলে নতুন মাইলস্টোন রোনাল্ডোর
#লন্ডন: তিনি নাকি বুড়ো হয়ে গিয়েছেন। অচল হয়ে গিয়েছেন। পয়সার লোভে খেলে যাচ্ছেন জোর করে। ইদানিং ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সম্পর্কে এরকমই লেখা হত বিভিন্ন মিডিয়াতে। পর্তুগালকে নেশনস লিগের সেমিফাইনালে তুলতে পারেননি। তাকে নিতে অস্বীকার করেছে বহু ইউরোপিয়ান ক্লাব। বারবার ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন? উপায় নেই।
আরও পড়ুন - দেশের হয়ে খেলার সময় যত চোট, আইপিএলে তো হয় না! মৌচাকে ঢিল কপিলের
পর্তুগিজ যুবরাজ বরং সমালোচকদের জবাব দিচ্ছেন মাঠের পারফরম্যান্সেই। কে বলবে, তার বয়সটা ৩৭ পেরিয়েছে! ক্যারিয়ারে একের পর এক অর্জনের মুকুট পরা রোনালদো এবার নাম লেখালেন আরেক ইতিহাসে। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।
advertisement
বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি। ২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি।
advertisement
advertisement
রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোই করেন দলের জয়সূচক গোলটি। তাতে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। গুডিসন পার্কে ৫ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ডেভিড দা গিয়াকে পরাস্ত করেন ইয়বি।
advertisement
তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। ১০ মিনিট পরই মার্শালের পাস থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থোনি। ২৯ মিনিটে ইনজুরির কারণে উঠে যান মার্শাল, এরিক টেন হাগ বদলি হিসেবে নামান রোনালদোকে। সেই রোনালদোই লিড এনে দেন ইউনাইটেডকে।
বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে কাসেমিরোর পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ইতিহাস গড়া গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ মেনে নিয়েছেন রোনাল্ডো শেষ এরকম যারা বলেন তাদের আজকের খেলাটি দেখা উচিত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্লাব ক্যারিয়ারে এবার ৭০০ গোল! সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন রোনাল্ডো
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement