Cristiano Ronaldo: রোনাল্ডোকে কোলে তুলে নিলেন পাগল ভক্ত! পুলিশের মার থেকে বাঁচালেন সিআর৭
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লিসবন: সৌদি আরব থেকে পর্তুগালে ফিরেছিলেন রোনাল্ডো। দেশের জার্সি গায়ে ইউরোর যোগ্যতা পর্বের ম্যাচ খেলার জন্য। প্রতিপক্ষ ছিল বসনিয়া। লিসবনের এস্তাদিও দে লুইজ স্টেডিয়ামে তখন দ্বিতীয়ার্ধের খেলা চলছিল। নিরাপত্তাবেষ্টনী ভেদ করে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। পর্তুগালের পতাকা হাতে দৌড়ে তাঁর মাঠে ঢোকার সময় সবাই আন্দাজ করে নিয়েছিলেন কী হতে যাচ্ছে।
আর ক্রিস্টিয়ানো রোনালদোও এসব মুহূর্তের মধ্য দিয়ে যাওয়ার অভিজ্ঞতা কম নয়। মাঠেই দাঁড়িয়ে মিটিমিটি হাসছিলেন পর্তুগাল কিংবদন্তি। সেই দর্শক দৌড়ে তাঁর সামনে গিয়ে প্রথমে মাথা নুইয়ে কুর্নিশ করলেন। মাথাটা একদম রোনালদোর দুই পায়ের মাঝে মাটিতে রেখে গভীর ভালোবাসার সেই কুর্নিশেও মন ভরেনি ভক্তটির। এরপর করলেন কী, রোনালদোকে পাঁজা করে কোলেও তোলার চেষ্টা করলেন!
advertisement
নিরাপত্তারক্ষীরাও ততক্ষণে ছুটে এসেছেন মাঠে। কিন্তু কিংবদন্তিকে সেই ভক্তের অর্ঘ্য দেওয়ার একটু বাকি ছিল। নিরাপত্তারক্ষীরা ধারেকাছে আসার আগেই রোনালদোর বিখ্যাত ‘সিউ’ গোল উদ্যাপনটা তাঁর সামনেই সেরে নিয়ে ভোঁ-দৌড় দেন সেই ভক্ত, যেন বিশ্বজয় করেছেন! স্টেডিয়ামে তখন করতালির আওয়াজ, শেষ বাঁশি বাজার পর সেই উন্মাদ ভক্তেরও নিশ্চয়ই খুশি হওয়ার কথা।
advertisement
RONALDO LIFTED UP BY FAN 🇵🇹 Pitch invader during Portugal-Bosnia & Herzegovina match in Lisbon hugs 38-year-old striker before picking him up and hitting Siu cele. When they say you should never meet your heroes, it is often for your hero’s own safety.pic.twitter.com/TaDjdmoTkx
— Men in Blazers (@MenInBlazers) June 17, 2023
advertisement
২০২৪ ইউরো বাছাইপর্বে কাল রাতের এ ম্যাচে বসনিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। তিন ম্যাচের সব কটি জিতে ‘জি’ গ্রুপের শীর্ষে রোনালদো-ব্রুনো ফার্নান্দেজরা। আল নাসরের তারকা রোনালদো অবশ্য গোল পাননি। প্রথমার্ধের ২৩ মিনিটে তার হেডে করা গোল অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি। তবে বের্নার্দো সিলভার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছিল পর্তুগাল।
advertisement
বিরতির পর জোড়া গোল করেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। এদিন পর্তুগালের জার্সিতে নিজের ১৯৯ তম ম্যাচ খেলেন রোনাল্ডো। গোল করতে না পারলেও পর্তুগালের কোচ আশাবাদী রোনাল্ডোর অভিজ্ঞতা তার দলের কাছে এখনও সম্পদ। তবে যে ভক্ত রোনাল্ডোকে মাঠে ঢুকে কোলে তুলে নিয়েছিলেন তাকে পরে পুলিশ মারতে গেলে আটকে দেন স্বয়ং রোনাল্ডো।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2023 1:07 PM IST