হোম /খবর /বিনোদন /
#Viral : শামির খুদে কন্যার মিষ্টি গানে মজে নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

#Viral : শামির খুদে কন্যার মিষ্টি গানে মজে নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

Photo Courtesy- Hasin Jahan/ Facebook Video Grab

Photo Courtesy- Hasin Jahan/ Facebook Video Grab

আইরার মিষ্টি নাচগানের ভিডিও বুলেটের গতিতে ভাইরাল

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মহম্মদ শামি ও হাসিন জাহান একটা তিক্ত অধ্যায়ের মধ্যে দিয়ে গেছেন, সেই রেশ ধরে এখন সরকারিভাবে তাঁদের বিয়ের বা সম্পর্কের স্ট্যাটাস কি সেটা জানা নেই  ৷ তবে একটা যোগসূত্র যে আছে তা নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে বারবার প্রমাণ করছেন এই দুজন ৷ দিন কয়েক আগেই সরস্বতী পুজোর দিন আইরার শাড়ি পরা ছবি পোস্ট করেছিলেন মহম্মদ শামি ৷ পাশাপাশি লিখেছিলেন ‘খুব মিষ্টি দেখাচ্ছে, ভগবান তোমার মঙ্গল করুন বেটা৷ ’

শামির হৃদয় ছুঁয়ে যাওয়া পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছিল ৷ এবার আবার আইরার মা অর্থাৎ হাসিন জাহান নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে খুদে আইরার সঙ্গীত প্রতিভার ভিডিও পোস্ট করলেন ৷ বারান্দায় সূর্যের আলো মেখে মিষ্টি আইরা তাঁর ভাঙা ভাঙা শব্দে গাইছে একের পর এক গান ৷ কখনও পপুলার হিন্দি গানে কাঁধ নাচাচ্ছে কখনও আবার বাঙালি পরিবারের অবিচ্ছেদ্য ছোটদের গান গাইছে ৷ ক্যামেরার ও প্রান্তে রয়েছেন হাসিন ৷ যেমন করে তাবড় গায়ক-গায়িকাদের পারফরম্যান্সে দর্শকরা রিকোয়েস্ট করেন ঠিক তেমনিই নিজেদর ছোট্ট মেয়ের কাছে একের পর এক গান শোনার আবদার মায়ের ৷

আরও পড়ুন - #IndvsNZ : উড়ন্ত ফিল্ডারের চমৎকার পারফরম্যান্স, দেখে নিন বিস্ময়কর ক্যাচের ভাইরাল ভিডিও

হাসিন নিজে একাধিক ভিডিও পোস্ট করেন নিজের হ্যান্ডেল থেকে ৷ রূপ-সৌন্দর্য-লাস্যে মাতোয়ারা সেই ভিডিওগুলি মুহূর্তে হয় ভাইরাল ৷ তবে এবার একেবারে অন্যরকমের মিষ্টি এই গানের ভিডিও জনপ্রিয়তা পাচ্ছে দ্রুতগতিতে ৷ দেখে নিন আইরার মিষ্টি গানের ভিডিও ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Hasin Jahan, Mohammed Shami, Viral Video