#IndvsNZ : উড়ন্ত ফিল্ডারের চমৎকার পারফরম্যান্স, দেখে নিন বিস্ময়কর ক্যাচের ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এই ক্যাচ দেখননি, বড় মিস করেছেন তাহলে
#: সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছিলেন , কিন্তু ব্যাট হাতে রবিবার দাগ কাটতে ব্যর্থ হন, তবে এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন যেভাবে ফিল্ডিং করলেন তিনি তা দেখে মুগ্ধতা থামার নয় ৷ বিশ্বের যেকোনও প্রান্তের ক্রিকেটপ্রেমীর কাছে সেটা একেবার সেরার সেরা শারীরিক কসরত এতটাই করেন তিনি যে অ্যাথলিটিজিমের চরম নির্দশন ৷ রবিবার বে ওভালে সঞ্জু স্যামসন যা করলেন তাকে কুর্নিশ-কুর্নিশ -কুর্নিশ ৷
খেলার বয়স তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের আট ওভার ৷ এই ওভারের শেষ বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন সঞ্জু স্যামসন ৷ ব্যাট করছিলেন রস টেলর ৷ মিড উইকেটের ওপর দিয়ে পুল করেন তিনি ৷
আরও পড়ুন - #IndVSNZ: হোয়াইট ওয়াশ কিউয়িদের ৫-০ দুরমুশ করল ভারত, শেষ টি টোয়েন্টিতেও ঝকঝকে টিম ইন্ডিয়া
advertisement
advertisement
আর যেটা নিশ্চিত বাউন্ডারি তো বটেই হতে পারত ওভারবাউন্ডারিও ৷ এই অবস্থায় সঞ্জু ঠিক বাউন্ডারি লাইনের ধারে শরীরটাকে শূন্যে ভাসিয়ে তুলে ধরেন ৷ উড়ন্ত অবস্থায় শরীরটিকে ধনুকের মতো বেঁকিয়ে বলটিকে ধরে বাউন্ডারির এ পারে ছুঁড়ে দেন ৷ তাঁর কাঁধ বাউন্ডারি লাইন দিয়ে বেন্ড হওয়ার আগেই বল রিলিজ করে দিয়েছিলেন এই তরুণ ৷ দেখে নিন সেই দুদ্ধর্ষ ক্যাচের ভিডিও ৷
advertisement
How often do you see this in cricket? Sanju Samson, take a bow!#NZvIND @IamSanjuSamson pic.twitter.com/CNGVX1f4vB
— Ajay Parthasarathy (@iajay16) February 2, 2020
এদিন ৫ বলে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তিনি ৷ এটা এই নিয়ে সঞ্জুর প্রথম একাদশে দ্বিতীয় সুযোগ ছিল ৷ এর আগে তিনি প্রথম ম্যাচে ৫ বলে ৮ রান করেছিলেন৷ এদিকে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ৫-০ টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত ৷ এটা নিউজিল্যান্ডের মাটিতে ভারতের এটা প্রথম টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2020 4:51 PM IST