#IndvsNZ : উড়ন্ত ফিল্ডারের চমৎকার পারফরম্যান্স, দেখে নিন বিস্ময়কর ক্যাচের ভাইরাল ভিডিও

Last Updated:

এই ক্যাচ দেখননি, বড় মিস করেছেন তাহলে

#: সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছিলেন , কিন্তু ব্যাট হাতে রবিবার দাগ কাটতে ব্যর্থ হন, তবে এদিন নিউজিল্যান্ডের ব্যাটিং চলাকালীন যেভাবে ফিল্ডিং করলেন তিনি তা দেখে মুগ্ধতা থামার নয় ৷ বিশ্বের যেকোনও প্রান্তের ক্রিকেটপ্রেমীর কাছে সেটা একেবার সেরার সেরা শারীরিক কসরত এতটাই করেন তিনি যে অ্যাথলিটিজিমের চরম নির্দশন ৷ রবিবার বে ওভালে সঞ্জু স্যামসন যা করলেন তাকে কুর্নিশ-কুর্নিশ -কুর্নিশ ৷
খেলার বয়স তখন নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসের আট ওভার ৷ এই ওভারের শেষ বলে নিশ্চিত চার বাঁচিয়ে দেন সঞ্জু স্যামসন ৷ ব্যাট করছিলেন রস টেলর ৷ মিড উইকেটের ওপর দিয়ে পুল করেন তিনি ৷
advertisement
advertisement
আর যেটা নিশ্চিত বাউন্ডারি তো বটেই হতে পারত ওভারবাউন্ডারিও ৷ এই অবস্থায় সঞ্জু  ঠিক বাউন্ডারি লাইনের ধারে শরীরটাকে শূন্যে ভাসিয়ে তুলে ধরেন ৷ উড়ন্ত অবস্থায় শরীরটিকে ধনুকের মতো বেঁকিয়ে বলটিকে ধরে বাউন্ডারির এ পারে ছুঁড়ে দেন ৷ তাঁর কাঁধ বাউন্ডারি লাইন দিয়ে বেন্ড হওয়ার আগেই বল রিলিজ করে দিয়েছিলেন এই তরুণ ৷ দেখে নিন সেই দুদ্ধর্ষ ক্যাচের ভিডিও ৷
advertisement
এদিন ৫ বলে মাত্র ২ রান করে আউট হয়েছিলেন তিনি ৷ এটা এই নিয়ে সঞ্জুর প্রথম একাদশে দ্বিতীয় সুযোগ ছিল ৷ এর আগে তিনি প্রথম ম্যাচে ৫ বলে ৮ রান করেছিলেন৷ এদিকে এদিন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জিতে ৫-০ টি টোয়েন্টি সিরিজ জিতল ভারত ৷ এটা নিউজিল্যান্ডের মাটিতে ভারতের এটা প্রথম টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
#IndvsNZ : উড়ন্ত ফিল্ডারের চমৎকার পারফরম্যান্স, দেখে নিন বিস্ময়কর ক্যাচের ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement