#IndVSNZ: হোয়াইট ওয়াশ কিউয়িদের ৫-০ দুরমুশ করল ভারত, শেষ টি টোয়েন্টিতেও ঝকঝকে টিম ইন্ডিয়া
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সাত রানে ম্যাচ জিতল ভারত৷
#মাউন্ট মাউনগুনাই: ভারত বনাম নিউজিল্যান্ডের লড়াইতে কোনও কিছুই করতে পারল না কিউয়ি বাহিনী ৷ প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করাল ভারতীয় দল ৷ রবিবার শেষ টি টোয়েন্টিতে ভারত জিতে সিরিজের ফল করল ৫-০ ৷ এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু একদিনের সিরিজের লড়াই ৷ প্রথম ম্যাচ হ্যামিলটনে ৷
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ আগেই জেতা হয়ে গিয়েছিল ভারতের ৷ পরপর দুটি ম্যাচে সুপারওভারে জেতার পর দারুণ চাঙ্গা হয়ে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া ৷ এদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি বিশ্রামে ছিলেন ৷ অধিনায়কের দায়িত্বে থাকা রোহিত শর্মা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ৷
প্রথমে ব্যাট করে ওপেনার সঞ্জু স্যামসন ফেল ৷ তবে কেএল রাহুলের ঝকঝকে ৩৩ বলে ৪৫ রান ও অধিনায়ক রোহিত শর্মার ৪১ বলে ৬০ রানে ভর দিয়ে ২০ ওভারে ৩ উইকেটে ১৬৩ রান করে টিম ইন্ডিয়া ৷ ৩১ বলে ৩৩ রান করেন শ্রেয়স আইয়ার ৷
advertisement
advertisement
#TeamIndia Captain @ImRo45 wins the toss and elects to bat first in the 5th T20I.#NZvIND pic.twitter.com/wriypfDO6v
— BCCI (@BCCI) February 2, 2020
দেখে নিন কেমন ছিল রবিবাসরীয় টি টোয়েন্টি এনকাউন্টারে দুদলের প্রথম একাদশ ৷
5th T20I. New Zealand XI: M Guptill, C Munro, T Seifert, T Bruce, R Taylor, D Mitchell, M Santner, S Kuggeleijn, T Southee, I Sodhi, H Bennett https://t.co/3a7zBdAcuu #NZvInd
— BCCI (@BCCI) February 2, 2020
advertisement
5th T20I. India XI: KL Rahul, S Samson, R Sharma, S Iyer, S Dube, M Pandey, W Sundar, S Thakur, Y Chahal, N Saini, J Bumrah https://t.co/3a7zBdAcuu #NZvInd
— BCCI (@BCCI) February 2, 2020
রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড ৷ ফর্মে থাকা মার্টিন গাপ্তিল ও কলিন মুনরো বিশেষ কিছু করতে পারেননি ৷ মাত্র ২ রান করে বুমরাহের শিকার গাপ্তিল ৷ মুনরোকে আউট করেন ওয়াশিংটন সুন্দর ৷
advertisement
ব্রুস ০ রানে আউট হয়ে যান ৷ সেইলফ্র্যাট ও এল পি টেলর কিউয়িদের লড়াইতে রাখেন ৷তবে এই লড়াই বেশিক্ষণ টেকেনি ৷ ৩০ বলে ৫০ রান করে আউট হন সেইলফ্র্যাট ৷এরপর টেলর চেষ্টা করলেও অন্যদিকে উইকেট পরপর পড়তে থাকে৷ ৪৭ বলে ৫৩ রান করে আউট হন টেলর৷ এর আগে চারটি টি টোয়েন্টি অলরাউন্ড টিম পারফরম্যান্স দিয়ে সিরিজ পকেটে পুরেছিল ভারত ৷ কিউয়িদের দেশে এটাই ভারতের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় ছিল ৷ ২০ ওভারে ৯ উইকেটে ১৫৬ রানেই থমকে যায় কিউয়িদের ইনিংস ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 02, 2020 4:08 PM IST