নজির গড়েও মাটিতে পা বিরাট কোহলির , বাংলাদেশ বধের পর কী বললেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও

Last Updated:

অধিনায়ক হিসেবে সৌরভ-আজহার- ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷

#ইনদওর :  তিন দিনে খতম বাংলাদেশি বাঘ ৷ এক ইনিংস ও ১৩০ রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে স্বস্তিতে টিম ইন্ডিয়া ৷ সামনেই পিঙ্কবল টেস্ট ৷ তার আগে উন্মাদনা চরম কলকাতায় ৷ ইডেনে হবে ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ , টিকিট মিলছে না ৷ এই অবস্থায় টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স ৷ পাশাপাশি তৈরি হল একাধিক নজির ৷ অধিনায়ক হিসেবে ফের একবার ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷
অধিনায়ক হিসেবে সৌরভ-আজহার- ধোনিকে টপকে গেলেন বিরাট কোহলি ৷ সৌরভের জয়ের তালিকায় অধিনায়ক হিসেবে ইনিংসে জয়ের সংখ্যা ৭ টি , বাকি ২ জনের মধ্যে আজহারের ৮ টি ও ধোনির ৯ টি এবার বাংলাদেশকে ইনিংস ও ১৩০ রানে হারিয়ে তিনি ১০ টি ইনিংস জয়ী দলের অধিনায়ক হলেন ৷
এই নিয়ে তৃতীয় বার ভারতীয় দল পরপর তিনটি টেস্টে ইনিংসে জিতল ৷ প্রথমবার হয়েছিল ১৯৯২-৯৩ সালে, দুটি ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে আর একটি ছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে ৷ দ্বিতীয়বার এই কৃতিত্ব ভারত দেখিয়েছিল ১৯৯৩-৯৪ সালে তিনটি ম্যাচই ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৷ আর তৃতীয়বার এই নজির ভারত গড়ল ২০১৯-২০ সালে এর মধ্যে দুটি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আর একটি বাংলাদেশের বিরুদ্ধে ৷
advertisement
advertisement
টেস্টে এটা ভারতের একটানা ষষ্ঠ জয় ৷ এর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে একটানা ছয়টি টেস্ট জিতেছিল ভারত ৷ ফলে টেস্ট ক্রিকেটে যুগ্মভাবা অধিনায়ক ধোনির সঙ্গে এই কৃতিত্ব শেয়ার করলেন বিরাট কোহলি ৷
কিন্তু এত কিছুর পরেও মাটিতেই পা অধিনায়ক বিরাট কোহিলর ৷ তাঁর সাফ কথা পরিসংখ্যান গড়ার কথা মাথায় রেখে মাঠে নামা হয় না ৷ পরিসংখ্যান নিশ্চয় নিজের জায়গায় ৷ ভারতের ঐতিহাসিক এইসব নজির নিঃসন্দেহে রেকর্ড বইয়ে সোনালি কালিতে লেখা থাকবে ৷ তবে ক্যাপ্টেন কোহলির মত তাঁদের কাজ পারফরম্যান্স করে যাওয়া যাতে দেশ বা দল লাভবান হয় ৷ পাশাপাশি তাঁদের এও লক্ষ্য থাকে যাতে আগামী প্রজন্মকে ভারতীয় ক্রিকেটে আগ্রহী করে তুলতে পারা যায় ৷
advertisement
শুনে নিন ঠিক কী বলেছেন ক্যাপ্টেন কোহলি
আরও দেখুন
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নজির গড়েও মাটিতে পা বিরাট কোহলির , বাংলাদেশ বধের পর কী বললেন ভারত অধিনায়ক, দেখুন ভিডিও
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement