#India vs Bangladesh: দাদা-র সঙ্গে কথা বলে বিশ্রামে বিরাট কোহলি, নেতৃত্ব দেবেন রোহিত শর্মা

সৌরভ এলেও মহেন্দ্র সিং ধোনি এবারও নেই দলে ৷

Bangla Editor | News18 Bangla
Updated:Oct 24, 2019 05:07 PM IST
#India vs Bangladesh: দাদা-র সঙ্গে কথা বলে বিশ্রামে বিরাট কোহলি, নেতৃত্ব দেবেন রোহিত শর্মা
Photo- PTI
Bangla Editor | News18 Bangla
Updated:Oct 24, 2019 05:07 PM IST

#মুম্বই:  যা যা ভাবা হয়েছিল, ঠিক তাই তাই হল ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ার এদিনই প্রথম দাদা-র সঙ্গে সাক্ষাৎ করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে যাচ্ছেন ক্যাপ্টেন কোহলি  এই সময়ে অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা ৷

এদিনের নির্বাচনী বৈঠকে বিরাট ছাড়াও হাজির ছিলেন রোহিত শর্মাও ৷ রোহিত টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করলেও টেস্টে পুনরায় ব্যাটন বিরাট কোহলির হাতেই , কারণ বিশ্রানম কাটিয়ে তিনি টেস্টে ফিরে আসছেন ৷

একনজরে দেখে নিন টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের দল- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সঞ্জু স্যামসন , শ্রেয়স আইয়ার, মণীশ পান্ডে, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, ক্রুণাল পান্ডিয়া, যজুবেন্দ্র চাহাল , রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভম দুবে, শার্দুল ঠাকুর

একনজরে দেখে নিন টেস্টে সিরিজের দল -বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, ময়ঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা(উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুভমান গিল, ঋষভ পন্থ ৷

আরও দেখুন

First published: 05:06:52 PM Oct 24, 2019
পুরো খবর পড়ুন
Loading...
अगली ख़बर