মুখ্যমন্ত্রীর সামনেই দেদার সিটি বাজালেন মহেন্দ্র সিং ধোনি, দেখুন Viral Video
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এ কেমন রূপ মহেন্দ্র সিং ধোনির...
#রাঁচি: মহেন্দ্র সিং ধোনি -প্রায় একবছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ৷ বিশ্বকাপে খেলার পর মাহি যে ব্যাট-প্যাড প্যাকআপ করেছেন তা আর খোলেননি ৷ এরপর আবার এ বছর বোর্ডের যে চুক্তি হয়েছে তাতে বার্ষিক চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিংধোনি ৷ ক্রিকেটে থাকুন বা না থাকুন তিনি যখনই যা করছেন সবতেই শিরোনাম ছিনিয়ে নিতে কোনও অসুবিধা হয়নি ৷
এমনিতে মাহি নিয়ন্ত্রিক আবেগের জন্য বিখ্যাত ৷তার নামের পাশে ট্যাগ হয় কুল ৷ তবে হঠাৎ একী হল ৷ দাবাং ২ ছবিতে সলমন খানের পপুলার গান . ‘থানা ম্যায় বেইঠে অন ডিউটি বাজাওয়ে হ্যায় পান্ডেজি সিট’ - যেখানে থানাতেই সিটি বাজিয়ে বাজিয়ে গান গাইছিলেন তিনি ৷ এবার এই ঢঙেই সিটি বাজিয়ে ভাইরাল মহেন্দ্র সিং ধোনি ৷ একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন , সেখানেই ছিলেন মহেন্দ্র সিং ধোনিও ৷ রাঁচির স্টেডিয়ামে নতুন ব্যবস্থার উদ্বোধনে হাজির ছিলেন দু'জনেই ৷ ধোনি ও সোরেন স্টেডিয়ামের নতুন সৌরশক্তি সিস্টেম, ফিটনেস ক্লাব, ক্যাফে -র উদ্বোধন করেন ৷
advertisement
আরও পড়ুন -
advertisement
ব্যাস এবার শেষ করা যাক! গুলি চালিয়ে আত্মহত্যার আগে যা ভেবেছিলেন ভারতের তারকা ক্রিকেটার
এদিন স্টেডিয়ামে হাজির হয়ে মাহি তরুণ ক্রিকেটারদের টিপস দেন ৷ তবে হঠাৎই সকলকে চমকে দিয়ে তিনি যে কাজ করেন তাতে চমকে যান সকলেই ৷
অনুষ্ঠানের মধ্যে ধোনি ও সোরেন রেস্তোঁরার নতুন নতুন ডিশ চেখে দেখেন ৷ এইসময়েই পেঁয়াজের পাতা দিয়ে সিটি বাজানো শুরু করেন ধোনি ৷ ধোনির দেখাদেখি মুখ্যমন্ত্রী নিজেও পেঁয়াজ পাতা দিয়ে সিটি বাজানোর চেষ্টা করেন ৷ এরপরেই ফোন বেজে ওঠায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তা ছেড়ে দিলে ধোনি আবার আঙুল দিয়ে দেখান সিটি বাজল না কিন্তু ফোনের ঘন্টি বেজে গেল! ধোনির এই মজারু ভিডিও এখন নেটিজেনদের মধ্যে দারুণ জনপ্রিয় ৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2020 5:24 PM IST