Home /News /sports /

Ind vs Aus: উমেশ যাদবের চোট, নতুন বছরে সুখবর পেলেন টি নটরাজন

Ind vs Aus: উমেশ যাদবের চোট, নতুন বছরে সুখবর পেলেন টি নটরাজন

Photo-BCCI

Photo-BCCI

টি নটরাজনের জন্য New Year সত্যিই Happy৷

 • Share this:

  #সিডনি:  নতুন বছরের শুরুতেই জোরে বোলার টি নটরাজন (T Natrajan) বড় সুখবর পেলেন৷  অস্ট্রেলিয়া সফরে (Australia Tour) তাঁর প্রদর্শন দেখে তৃতীয় টেস্টে জায়গা পেলেন তিনি৷ তাঁর প্রথম একাদশেও থাকার সম্ভবনা উজ্জ্বল বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ বাঁ হাতি বোলার অস্ট্রেলিয়া সফরে একদিনের ক্রিকেট ও টি টোয়েন্টিতে অভিষেক ঘটেছে৷ ২৯ বছরের নটরাজন নিজের একদিনের অভিষেকে ৭০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন৷ তিনটি টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেট নিয়েছেন৷

  অস্ট্রেলিয়া সফরে টিম ইন্ডিয়া -তে একের পর এক চোটের ঘটনা ঘটছে৷ উমেশ যাদবের আগে মহম্মদ শামিও বর্ডার গাভাসকর ট্রফিতে প্রথম টেস্ট চলাকালীন চোট পান৷ তারপর তিনি সেই চোটের জেরে সিরিজ থেকেই ছিটকে গেছেন৷ টিম ইন্ডিয়ার দুই স্ট্রাইকবোলার ভুবনেশ্বর কুমার ও ইশান্ত শর্মাও চোটের  কারণে নেই৷ তাঁরা আদৌ অস্ট্রেলিয়া সফরে যেতেই পারেননি৷ তৃতীয় টেস্টে মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ খেলছেন তা নিশ্চিত৷ তৃতীয় বোলার হিসেবে ভারতের কাছে শার্দুল ঠাকুর, নভদীপ সাইনি ও টি আর নটরাজনের অপশন রয়েছে৷

  ঠাকুর -শামির বদলি হিসেবে ভারতীয় দলের অংশীভূত হয়েছিলেন৷ এবার দেখার সিডনি টেস্টে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক তৃতীয় বোলার হিসেবে কাকে বেছে নেয়৷ অস্ট্রেলিয়ায় নটরাজনের ফর্ম মাথায় রেখে তাঁর টেস্ট অভিষেকের সম্ভবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷

  দলে কে কে থাকবেন তা অধিনায়ক অজিঙ্ক রাহানে, কোচ রবি শাস্ত্রী ও বোলিং কোচ ভরত অরুণ সিডনির পিচ দেখে স্থির করবেন৷ প্পথম টেস্টে নক্কারজনক হারের মেলোবোর্নে দ্বিতীয় টেস্টে দারুণ জয়- এটাই এখন টিম ইন্ডিয়ার বাড়তি অক্সিজেন৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: India vs Australia, T Natarajan, Umesh Yadav

  পরবর্তী খবর