Ind vs Aus: সিডনিতে অভিষেক হবে নভদীপ সাইনির, কার জায়গায় দলে এলেন রোহিত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
দেখে নিন সিডনি টেস্টের প্রথম একাদশ ...
#সিডনি: বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট৷ সিডনি টেস্টের (SCG) জন্য দলে ফিরছেন নব নিযুক্ত সহ অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)৷ চোট সারিয়ে অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়ে দল ফিরলেন রোহিত৷ তিনি তরুণ শুভমান গিলের সঙ্গে ইনিংস ওপেন করবেন৷ ময়ঙ্ক আগরওয়ালকে(Mayank Agarwal) বাদ দিয়ে তিনি দলে ফিরলেন৷ প্রথম দুটি টেস্টে ফর্ম দেখানোর আপ্রাণ চেষ্টা করেও কোনও প্রভাবই ফেলতে পারেননি তরুণ ময়ঙ্ক৷
বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অজিঙ্ক রাহানের কাঁধে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব৷ এই টেস্টেও তিনিই অধিনায়ক থাকছেন৷ তাঁর অধিনায়কত্বেই মেলবোর্নে বক্সিং টেস্টে ভালো জয় পেয়েছে টিম ইন্ডিয়৷ প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জাজনক হারের পর ৮ উইকেটে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ভারতীয় দল৷ রোহিতের সংযুক্তিকরণ দলের টপ অর্ডারে নিশ্চিতভাবে শক্তি অনেকটা বাড়াবে৷ উমেশ যাদব চোট পাওয়ায় দলে নাম ঢুকেছিল তরুণ নভদীপ সাইনি-র৷ এবার তিনি খেলবেন প্রথম একাদশেও৷
advertisement
NEWS - #TeamIndia announce Playing XI for the 3rd Test against Australia at the SCG. Navdeep Saini is all set to make his debut.#AUSvIND pic.twitter.com/lCZNGda8UD
— BCCI (@BCCI) January 6, 2021
advertisement
শার্দুল ঠাকুরের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ছিল তাঁর৷ প্রথম একাদশের টিকিটের দৌড়ে ছিলেন টি নটরাজনও৷ কিন্তু এঁদের সকলকে পিছনে ফেলে প্রথম একাদশে জায়গা পেলেন নভদীপ৷ জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সঙ্গে তিনি দলের তৃতীয় পেসার ৷ দ্বিতীয় টেস্টে অভিষেক ঘটেছে মহম্মদ সিরাজের৷ প্রথম ম্যাচেই দাগ কেটেছেন তিনি৷ অভিষেক টেস্টে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট৷ দলে তিন সিনিয়র পেসার নেই তবুও আশা এই তরুণ পেসাররাই দলের দায়িত্ব সামলাতে সফল হবেন৷
advertisement
দেখে নিন প্রথম একাদশ -
Ajinkya Rahane, Rohit Sharma, Shubman Gill, Cheteshwar Pujara, Hanuma Vihari, Rishabh Pant Ravindra Jadeja, R Ashwin, Jasprit Bumrah, Mohammed Siraj, Navdeep Saini
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 06, 2021 1:09 PM IST