#Breaking: চোটের ধাক্কা, নিউজিল্যান্ড সফরে একদিন ও টেস্ট ক্রিকেটে নেই রোহিত শর্মা

Last Updated:

রোহিত শর্মার চোট জোরদার

#ওয়েলিংটন : ভারতীয় দলের জন্য দারুণ দুঃসংবাদ ৷ চোটের জন্য একদিনের ও টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা ৷ নিউজিল্যান্ডে পঞ্চম টি টোয়েন্টির সময় কাফ মাসলে চোট পেয়েছিলেন রোহিত শর্মা ৷ আর তারই জেরে একেবার সিরিজ থেকেই ছিটকে গেলেন তিনি ৷
পরপর চারটি ম্যাচ জিতে সিরিজ সিল করে নেওয়া , দুটি ম্যাচ সুপার ওভারে জয়ের ফলে পঞ্চম টি টোয়েন্টিতে বিশ্রাম নিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি ৷ আর অধিনায়কত্ব করেছিলেন রোহিত শর্মা ৷ তিনি করেন ৪১ বলে ৬০ রান ৷ তাঁর ইনিংস সাজানো ছিল তিনটি চার ও তিনটি ছয় দিয়ে ৷ কিন্তু এই সময়েই তিনি কাফ মাসলে টান ধরায় মাঠ ছাড়তে বাধ্য হন ৷
advertisement
এরপর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কেএল রাহুল ৷ তিনি আবার এই সিরিজের সর্বোচ্চা রান সংগ্রাহক ৷ তিনিই হন ম্যান অফ দ্য সিরিজ ৷ তিনি খোলাখুলি জানিয়েছেন রোহিত শর্মার চোট নিয়ে ৷ কেএল রাহুল বলেছেন, ‘ রোহিতের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক ৷ তবে আশা করা যায় দু'দিনের মধ্যেই ও এটা কাটিয়ে উঠতে পারবে ৷
advertisement
advertisement
কিন্তু কেএল রাহুলের আশা বাস্তবায়িত হল না ৷ বিসিসিআই জানিয়েছিল তাঁরা খতিয়ে দেখছে পরিস্থিতি ৷ সেই অবস্থার আপডেট নিয়েই এল এই দুঃসংবাদ ৷
এদিকে একদিন আগেই রোহিত একাধিক নজির গড়েছিলেন ৷ অষ্টম ভারতীয় হিসেবে ১৪ হাজার রানের মাইলস্টোন পার করলেন তিনি ৷ শেষ টি টোয়েন্টিতে ৩১ রান করার সঙ্গে সঙ্গেই রেকর্ডবুকে ঢুকে  যান রোহিত শর্মা ৷ এই এলিট গ্রুপে রয়েছেন মহম্মদ আজহারউদ্দিন  (15,593), সেহওয়াগ  (17,253), এম এস ধোনি  (17,266), সৌরভ গঙ্গোপাধ্যায় (18,575), বিরাট কোহলি (21,777), রাহুল দ্রাবিড়  (24,208) ও সচিন তেন্ডুলকর (34,357) ৷
advertisement
এদিকে যে কৃতিত্ব বিরাটেরও নেই সেই কৃতিত্বও এদিন ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ তাঁর দখলে এখন টি টোয়েন্টি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি ৫০-র অধিক স্কোর ৷
রোহিতের ৫০-র চেয়ে বেশি স্কোর ইনিংস ২৫ টি , এর ঠিক পিছনে রয়েছেন বিরাট কোহলি যাঁর সংখ্যা ২৪, মার্টিন গাপ্তিল ও পল স্টারলিংয়ের ১৭ টি করে ৫০ -র বেশি স্কোরের ইনিংস আছে ৷ আর ১৬ টি ৫০ -র বেশি রানের ইনিংস ডেভি়ড ওয়ার্নারের ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
#Breaking: চোটের ধাক্কা, নিউজিল্যান্ড সফরে একদিন ও টেস্ট ক্রিকেটে নেই রোহিত শর্মা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement