Pak vs NZ: জারি Security Alert ! Pakistan এ সিরিজ খেলবে না New Zealand
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pakistan vs New Zealand: পাকিস্তান নিয়ে সিকিউরিটি অ্যালার্ট (security alert), পাকিস্তান বনাম নিউজিল্যান্ড (Pakistan vs New Zealand) প্রথম ম্যাচের দিনেই সিরিজ বাতিল করল নিউজিল্যান্ড৷
#ইসলামাবাদ: আজ থেকেই পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ( Pakistan vs New Zealand) সীমিত ওভারের ক্রিকেট সিরিজ শুরু হওয়ার কথা ছিল৷ কিন্তু সুরক্ষা সংক্রান্ত প্রশ্ন তা বাতিল করে দিল নিউডিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ রাওয়ালপিন্ডিতে আজ ছিল প্রথম ম্যাচ৷ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিবৃতি জারি করে জানিয়েছে নিউজিল্যান্ড (New Zealand) সরকার পাকিস্তানে (Pakistan) নিউজিল্যান্ড দলের সুরক্ষা সংক্রান্ত হুমকির জেরে (security alert) এই সিরিজ বাতিল করেছে কিউয়ি ক্রিকেট বোর্ড৷
নিউজিল্যান্ড (New Zealand) নিজেদের বিবৃতিতে জানিয়েছে , ‘‘ব্ল্যাককাপস নিজেদের পাকিস্তান সিরিজ বাতিল করছে নিউজিল্যান্ড সরকারের পক্ষ থেকে সুরক্ষা সংক্রান্ত অ্যালার্ট (security alert) পেয়ে৷ তিনটি একদিনের ক্রিকেটের প্রথমটি আজ সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে খেলার কথা ছিল৷ এরপর লাহোরে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে যাওয়ার কথা৷ ’’
আরও পড়ুন - Weather Forecast: Heavy Rainfallএ থেকে মুক্তি নেই Bengal-র, আরও ঘণীভূত হয়ে বাংলার ঘাড়ে নিঃশ্বাস নিম্নচাপের
advertisement
advertisement
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‘পাকিস্তানের জন্য নিউজিল্যান্ড সরকারের কাছে সুরক্ষাবিধিতে হুমকি আসার পর নিউজিল্যান্ডের সুরক্ষা উপদেষ্টার পরামর্শ মতো এটা স্থির করা হয়েছে এই সফর আর জারি থাকবে না৷
The BLACKCAPS are abandoning their tour of Pakistan following a New Zealand government security alert.
Arrangements are now being made for the team’s departure. More information | https://t.co/Lkgg6mAsfu — BLACKCAPS (@BLACKCAPS) September 17, 2021
advertisement
এদিকে নিউজিল্যান্ডের দাবি করা সুরক্ষা ক্ষতিগ্রস্ত হওয়ার তত্ত্বকে মানতে নারাজ পাক ক্রিকেট বোর্ড৷ তাঁদের দাবি সফরকারী দলের নিরাপত্তার পুরো আঁটোসাঁটো প্ল্যানিং করা হয়েছিল৷
Earlier today, the New Zealand cricket board informed us that they had been alerted to some security alert and have unilaterally decided to postpone the series.
PCB and Govt of Pakistan made fool proof security arrangements for all visiting teams. 1/4 — Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
advertisement
PCB is willing to continue the scheduled matches. However, cricket lovers in Pakistan and around the world will be disappointed by this last minute withdrawal. 4/4
— Pakistan Cricket (@TheRealPCB) September 17, 2021
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে৷ তিনি দাবি করেছেন পাকিস্তানের ইন্টেলিজেন্স পৃথিবীর অন্যতম সেরা , তাই এই ধরণের কোনও ভয়ের ব্যাপার থাকলে তাঁরা নিশ্চয় জানতেন৷
advertisement
এদিকে ১৮ বছর বাদে এদিন থেকে রাওয়ালপিন্ডিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর বসতে চলেছিল৷ কিন্তু এভাবে সিরিজ না হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির মুখে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আতিথেয়তা এবং সুরক্ষাবিধি নিশ্ছিদ্র মেনে নিয়েও নিজের প্লেয়ারদের সুরক্ষা যেখানে প্রশ্ন সেখানে সিরিজ না খেলা ছাড়া আর কিছু করা যেত বলে মানছেন না কিউয়ি ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ ডেভিড হোয়াইট৷
advertisement
নিউজিল্যান্ডের (Pak vs NZ) কাছে যেভাবে পাকিস্তানের সিকিউরিটি অ্যালার্ট (security alert) নিয়ে প্রশ্ন উঠেছে তাতে প্রথম ম্যাচের দিনেই সিরিজ বাতিল করার মতো চরম পদক্ষেপ নিতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2021 4:17 PM IST