অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড কোহলির

Last Updated:

টি টোয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় তিনে রাহুল, আটে বিরাট৷

#দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ জয়ের পর প্রকাশিত হল আইসিসির টি টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকা। শীর্ষস্থানে রয়েছেন ইংল্যান্ডের ডেভিড মালান। দ্বিতীয় স্থানে পাকিস্তানের বাবর আজম। তৃতীয় স্থানে ভারতের কে এল রাহুল। রাহুলের পয়েন্ট ৮১৬। অষ্টম স্থানে থাকা ভারত অধিনায়ক বিরাটের পয়েন্ট ৬৯৭ । তিনটি টি টোয়েন্টি মিলিয়ে বিরাটের রান ১৩৪। প্রথম ম্যাচে রান না পেলেও দ্বিতীয় ম্যাচে ৪০ এবং তৃতীয় ম্যাচে ৮৫ রানের ঝকঝকে ইনিংস আসে তার ব্যাট থেকে। দুজনেই ক্রমতালিকায় একধাপ করে ওপরে উঠেছেন।
চোটের কারণে না খেলতে পারার জন্য রোহিত শর্মা বেশ কিছু পয়েন্ট হারিয়েছেন। তিনি রয়েছেন ১৪ নম্বরে। তালিকায় ১৯ নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। এছাড়াও অধিনায়ক হিসেবে এক অনন্য নজির গড়লেন বিরাট কোহলি। প্রথম ভারত অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ফরম্যাটেই সিরিজ জেতার নজির গড়লেন। অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট ছাড়া এই রেকর্ড খুব বেশি অধিনায়কের নেই। এই কীর্তি এর আগে গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ দু প্লেসি। এর আগে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মাটিতেও টি টোয়েন্টি সিরিজ জিতেছিল ভারত।
advertisement
টেস্ট সিরিজ শুরু হওয়ার কথা ১৭ ডিসেম্বর। প্রথম টেস্ট খেলে দেশে ফিরে আসার কথা বিরাটের। একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজে অনবদ্য ছিলেন হার্দিক পান্ডিয়া। টেস্টেও তাকে রেখে দেওয়া হোক,দাবি উঠেছিল। তবে বিরাট মনে করেন টেস্টে হার্দিক বল করতে না পারলে দলের কম্বিনেশন নষ্ট হতে পারে। হার্দিক এখনও সেই জায়গায় ফিটনেস ফিরে পাননি। তাছাড়া চেতেশ্বর পুজারা এবং রাহানে বড় ভূমিকা পালন করবেন টেস্টে। প্র্যাকটিস ম্যাচে অর্ধশতরান করেছেন ঋদ্ধিমান সাহা। তাই সম্ভবত পান্ডিয়ার টেস্টে থাকার সম্ভাবনা কম। অধিনায়ক হিসেবে বিরাট চাইবেন অ্যাডিলেডে প্রথম টেস্ট দেশকে জিতিয়ে ফিরতে।
advertisement
advertisement
Written-  Rohan Roy Chowdhury
বাংলা খবর/ খবর/খেলা/
অধিনায়ক হিসেবে নতুন রেকর্ড কোহলির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement