IPL 2021: দক্ষিণী হেভিওয়েটদের RCB vs CSK কাঁটায় কাঁটায় টক্কর, জেনে নিন মুখোমুখি পরিসংখ্যান
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২১ (IPL 2021) ম্যাচের লড়াইতে নামার আগে অঙ্কের (Head to Head) লড়াই জেনে নিন৷
#শারজা: আর কিছুক্ষণ বাদেই আইপিএলে (IPL 2021) হেভিওয়েট এনকাউন্টার৷ দুই দক্ষিণী দল আরসিবি মুখোমুখি হচ্ছে সিএসকে-র(RCB vs CSK)৷ মেগা ম্যাচের আগে জেনে নিন মুখোমুখি পরিসংখ্যানে কার পাল্লাজেজ ভারি (head to head)৷
দুটি দল খেলেছে ২৭ টি ম্যাচ -সিএসকে (CSK) জিতেছে ১৭ টি, আরসিবি (RCB) জিতেছে ৯ টি৷
রেজাল্ট হয়নি- ১
advertisement
আরসিবি সর্বোচ্চ স্কোর সিএসকে-র বিরুদ্ধে-২০৫
সিএসকে সর্বোচ্চ স্কোর আরসিবি-র বিরুদ্ধে- ২০৮
আরসিবি সর্বনিম্ন স্কোর সিএসকে-র বিরুদ্ধে -৭০
সিএসকে-র সর্বনিম্ন স্কোর ৮২
advertisement
আইপিএলে ২০২১-র (IPL 2021) ফ্যানদের জন্য আজ দারুণ দিন৷ আইপিএলে মুখোমুখি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও বিরাট কোহলি (Virat Kohli) ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক , অধিনায়কত্ব করবেন সিএসকে-র হয়ে, আর ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি করবেন আরসিবি-র৷ বিরাট কোহলি জানিয়ে দিয়েছেন এই মরশুমের আইপিএলের পর আর অধিনায়কত্ব করবেন না৷ ফলে অধিনায়ক হিসেবে বিরাট বনাম ধোনি লড়াই আদৌ আর আইপিএল প্রেমী জনতা দেখতে পাবেন কিনা সিএসকে বনাম আরসিবি (RCB vs CSK) সেটা একটা বড় প্রশ্ন৷ এদিন আইপিএল ২০২১-র ৩৫তম ম্যাচ খেলা হচ্ছে ৷ যা খেলা হবে শারজাতে৷
advertisement
আরও পড়ুন - Explainer: Covid 19-র পাশাপশি Viral Fever-র প্রকোপ বাড়ছে, যে যে বিষয় মাথায় রাখতে হবে...
সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ, আর টস হবে সন্ধ্যা সাতটায়৷ স্টার স্পোর্টসের চ্যানেল টিভিতে লাইভ সম্প্রচার দেখা যাবে এই ম্যাচের আর যারা অনলাইনে দেখবেন তাঁদের জন্য হটস্টারে এর লাইভ স্ট্রিমিং৷ আরসিবি বনাম সিএসকে (RCB vs CSK) গ্রুপ পর্বের গত ম্যাচে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) দলের কাছে খারাপভাবে হেরেছিলেন বিরাট কোহলিরা ( (Virat Kohli)৷ সেই ম্যাচে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৯১ রান করেছিল চেন্নাই অন্যদিকে আরসিবি ২০ ওভারে ৯ উইকেটে ১২২ রান করতে পেরেছিল
advertisement
এদিনের ম্যাচ খেলা হবে শারজাতে৷ আইপিএলের (IPL 2021) দ্বিতীয়পর্বে এই প্রথম শারজাতে ম্যাচ খেলা হবে৷ ছোট বাউন্ডারির জন্য গত মরশুমে এই মাঠে বেশ কয়েকটি বড় স্কোরের ম্যাচ হয়েছিল, এদিনও তাই ব্যাটিং ধামাকা দেখার আসায় ক্রিকেটপ্রেমীরা৷ এইবারের আইপিএলের দ্বিতীয় পর্বে মুম্বইকে হারিয়ে জয় দিয়ে নিজেদের অভিযান শুরু করেছে সিএসকে৷ অন্যদিকে আরসিবি কেকেআরের কাছে খারাপভাবে হেরেছে৷ এই ম্যাচ খেলার আগে আইপিএল পয়েন্ট টেবলে দুই নম্বরে রয়েছে সিএসকে এবং তিন নম্বরে আরসিবি৷ আরসিবি যদি চারে জায়গা মজবুত করতে চায় তাহলে এই ম্যাচ জিততে হবে বিরাট কোহলির দলকে৷
advertisement
আরসিবি সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কাল, শ্রীকার ভরত, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডিভিলিয়ার্স, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুষ্মন্ত চামিরা, শচিন বেবি/ শাহবাজ আহমেদ, কেইলি জেমিসন, মহম্মদ শিরাজ, হর্ষল প্যাটেল, যুজবেন্দ্র চাহাল
সিএসকে সম্ভাব্য একাদশ- ফ্যাফ ডু প্লেসি, ঋতুরাজ গায়কোয়াড, মইন আলি, সুরেশ রায়না, অম্বাতি রায়ডু/ রবিন উথাপ্পা, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, ডয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হেজেলউড
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 5:45 PM IST