IPL 2021: KKR vs MI: ম্যাচ জিতেও অস্বস্তি, ২৪ লক্ষ টাকা ফাইন ইয়ন মর্গ্যানের!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আইপিএল ২০২১ -র (IPL 2021) ম্যাচের আইপিএল থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে এই খবর৷
#আবুধাবি: আইপিএল ২০২১ এ -র দ্বিতীয় পর্বের (IPL 2021) এক মেগা টক্করে মুখোমুখি হয়েছিল কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI) ম্যাচে ৭ উইকেটে জিতেছিল নাইটরা৷ আইপিএলের প্রথম পর্বে কেকেআরের পারফরম্যান্স বেশ হতশ্রী ছিল, সেখান থেকে দ্বিতীয় পর্বের ম্যাচের প্রথমে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে জয় এবং দ্বিতীয় ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়৷ কিন্তু এরমধ্যেও একটা খারাপ খবর৷ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের (KKR captain Eoin Morgan) ফাইন হয়েছে, তাও আবার ২৪ লক্ষ টাকার ফাইন৷ ইয়ন মর্গ্যানের ফাইন (KKR captain fined) হয়েছে স্লো ওভাররেটের জন্য৷
আইপিএল ২০২১ -র (IPL 2021) ম্যাচের আইপিএল থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে এই খবর৷ কেকেআর এই জয়ের ফলে এই পয়েন্ট টেবলে ষষ্ঠ স্থান থেকে চতুর্থ স্থানে উঠে এসেছে৷ এই জয়ের পর এভাবে আর্থিক লোকসানের খবরে একটু হলেও দুঃখের আবহ রয়েছে৷ তাঁর এক , নয় দুই লক্ষ নয় একেবারে ২৪ লক্ষ টাকা জরিমানা হয়েছে৷ কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যানের ফাইন (Eoin Morgan Fined) হল৷ কলকাতার দল আইপিএল নূন্যতম ওভাররেটের যে কোড অফ কন্ডাক্ট এই মরশুমে দ্বিতীয়বার নিয়ম ভাঙলেন৷ আইপিএলের তরফ থেকে বিবৃতি জারি করে এই খবর দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
কেকেআরের প্রথম একাদেশ বাকি ক্রিকেটারদের ৬ লক্ষ টাকা জরিমানা হয়েছে৷ আর অধিনায়কের ব্যক্তিগত ম্যাচ ফি-র ২৫ শতাংশের কম জরিমানা হয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কথা হয় তাহলে কলকাতা এই দলের বিরুদ্ধে হারের চক্র ভাঙেন৷ এই মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর (KKR vs MI) লড়াইতে কেকেআরের পরিসংখ্যান বেশ দুর্বল৷ ২৮ ম্যাচের মধ্যে মাত্র ৬ টি ম্যাচ জিতেছে তারা৷ রাহুল ত্রিপাঠী ও ভেঙ্কটেশ আইয়ার৷ যার জেরে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ জেতে৷
advertisement
আরও পড়ুন - Post office scheme: ১০ হাজার টাকা জমা করে পেয়ে ম্যাচিউরিটিতে পান ১৬ লক্ষ টাকা, পোস্টঅফিসের মালমাল স্কিম
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলা কেকেআর বনাম মুম্বই (KKR vs MI) ম্যাচে ২০ ওভারে ৬ উইকেটে ১৫৫ রান করে৷ আর কলকাতা এই জয়ের লক্ষ্য নিয়ে ১৫.১ ওভারে ৩ উইকেট খুইয়ের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ কেকেআরের জন্য রাহুল ত্রিপাঠী ৭৪ রানে অপরাজিত থাকেন এবং ভেঙ্কটেশ আইয়ার ৫৩ করেন৷ মুম্বইয়ের জন্য জসপ্রীত বুমরাহ তিন উইকেট নেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 24, 2021 5:18 PM IST