Post office scheme: ১০ হাজার টাকা জমা করে পেয়ে ম্যাচিউরিটিতে পান ১৬ লক্ষ টাকা, পোস্টঅফিসের মালমাল স্কিম

Last Updated:
আপনি যদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে না চান অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত ক্ষেত্রে টাকা নিবেশ করতে চান (Earn Money in safe schemes) তাহলে আপনার জন্য সেরা পদ্ধতি হল পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ (Investment) ৷
1/5
#কলকাতা: আপনি যদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে না চান অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত ক্ষেত্রে টাকা নিবেশ করতে চান (Earn Money in safe schemes) তাহলে আপনার জন্য সেরা পদ্ধতি হল পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ (Investment) ৷ এখানে (Post office scheme) বিনিয়োগে ভালো রিটার্ন (investment and return) নিশ্চিত৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে কম বিনিয়োগ করে অধিক রিটার্ন পাওয়া যায় পাশাপাশি ঝুঁকিও থাকে না৷ এরকমই একটা পোস্ট অফিস স্কিমের নাম রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit)৷ Photo- File
#কলকাতা: আপনি যদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিতে না চান অর্থাৎ পুরোপুরি সুরক্ষিত ক্ষেত্রে টাকা নিবেশ করতে চান (Earn Money in safe schemes) তাহলে আপনার জন্য সেরা পদ্ধতি হল পোস্ট অফিসে (Post Office) বিনিয়োগ (Investment) ৷ এখানে (Post office scheme) বিনিয়োগে ভালো রিটার্ন (investment and return) নিশ্চিত৷ পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে কম বিনিয়োগ করে অধিক রিটার্ন পাওয়া যায় পাশাপাশি ঝুঁকিও থাকে না৷ এরকমই একটা পোস্ট অফিস স্কিমের নাম রেকারিং ডিপোজিট (Post Office Recurring Deposit)৷ Photo- File
advertisement
2/5
সোজা কথা এই স্কিমে কম টাকা বিনিয়োগ করে আপনি শুরু করতে পারেন৷ এখানে আপনার কষ্টার্জিত টাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত৷ এই স্কিমে মাসে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন৷ সর্বাধিক বিনিয়োগের কোনও লিমিট নেই৷ পোস্ট অফিস আরডি ডিপোজিটে অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই ভালো৷ এছাড়া ছোট ছোট কিস্তিতেও টাকা জমা দেওয়া যায়৷ সরকার আপনার এই টাকার গ্যারান্টি দেয়৷ Photo- File
সোজা কথা এই স্কিমে কম টাকা বিনিয়োগ করে আপনি শুরু করতে পারেন৷ এখানে আপনার কষ্টার্জিত টাকা সম্পূর্ণরূপে সুরক্ষিত৷ এই স্কিমে মাসে ১০০ টাকা থেকে বিনিয়োগ করতে পারেন৷ সর্বাধিক বিনিয়োগের কোনও লিমিট নেই৷ পোস্ট অফিস আরডি ডিপোজিটে অ্যাকাউন্টে সুদের হার অনেকটাই ভালো৷ এছাড়া ছোট ছোট কিস্তিতেও টাকা জমা দেওয়া যায়৷ সরকার আপনার এই টাকার গ্যারান্টি দেয়৷ Photo- File
advertisement
3/5
পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট সবচেয়ে কম পাঁচ বছরের জন্য হয়৷ এর চেয়ে কম সময়ের জন্য এই খাতা খোলা যায় না৷ প্রতি তিন মাসে (বাৎসরিক হারে) জমা রাশির ওপর সুদ হিসাব করা হয়৷ এরপর প্রতি তিন মাসের শেষে আপনার অ্যাকাউন্টে চক্রবৃদ্ধি হারে সুদ জমা হয়৷ ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ি আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে৷ কেন্দ্র সরকার প্রতি তিনমাসে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগ অর্থাৎ স্মল সেভিংসের সুদের হার ঘোষণা করে৷ Photo- File
পোস্ট অফিসের আরডি অ্যাকাউন্ট সবচেয়ে কম পাঁচ বছরের জন্য হয়৷ এর চেয়ে কম সময়ের জন্য এই খাতা খোলা যায় না৷ প্রতি তিন মাসে (বাৎসরিক হারে) জমা রাশির ওপর সুদ হিসাব করা হয়৷ এরপর প্রতি তিন মাসের শেষে আপনার অ্যাকাউন্টে চক্রবৃদ্ধি হারে সুদ জমা হয়৷ ভারতীয় পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ি আরডি স্কিমে বর্তমানে ৫.৮ শতাংশ সুদ দেওয়া হচ্ছে৷ কেন্দ্র সরকার প্রতি তিনমাসে সমস্ত ক্ষুদ্র বিনিয়োগ অর্থাৎ স্মল সেভিংসের সুদের হার ঘোষণা করে৷ Photo- File
advertisement
4/5
যদি আপনি পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমা করেন আর সময়টা হয় ১০ বছর তাহলে তা ম্যাচিউরিটির সময় ১৬,২৬.৪৭৬ টাকা পাবেন৷ Photo- File
যদি আপনি পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমা করেন আর সময়টা হয় ১০ বছর তাহলে তা ম্যাচিউরিটির সময় ১৬,২৬.৪৭৬ টাকা পাবেন৷ Photo- File
advertisement
5/5
যদি আপনি আরডি অ্যাকাউন্টে সময়ে নিজের কিস্তির টাকা জমা না দেন তাহলে আপনাকে জরিমানা দিতে হয়৷ এক মাস দেরি হলে আপনাকে ১ শতাংশ জরিমানা দিতে হয়৷ যদি আপনি পরপর চারটি কিস্তি জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়৷ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ২ মাস বাদে ফের আবার তা অ্যাক্টিভেট করা যায়৷ Photo- File
যদি আপনি আরডি অ্যাকাউন্টে সময়ে নিজের কিস্তির টাকা জমা না দেন তাহলে আপনাকে জরিমানা দিতে হয়৷ এক মাস দেরি হলে আপনাকে ১ শতাংশ জরিমানা দিতে হয়৷ যদি আপনি পরপর চারটি কিস্তি জমা না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়৷ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ২ মাস বাদে ফের আবার তা অ্যাক্টিভেট করা যায়৷ Photo- File
advertisement
advertisement
advertisement