#কলকাতা :১৯৫ রানে শেষ বাংলাদেশের দ্বিতীয় ইনিংস খতম ৷ মাহমদুল্লাহর মাংসপেশি টানের কারণে তিনি আর নামতে পারেননি ৷ মুশফিকুর রহিমের ৭৪ রানে অপরাজিত থাকেন ৷ তার এই লড়াই অবশ্য বাংলাদেশের হারকে প্রলম্বিত করলেও আর কিছু করতে পারল না৷ ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস বিরাট কোহলিদের ৷ প্রথম ঐতিহাসিক Pink Ball Test জিতে নজির গড়ল ভারতীয় দল ৷ পাশাপাশি প্রতিপক্ষকে আরও একটা ইনিংসে হারিয়েও নতুন মাইলস্টোন গড়লেন রোহিত-ইশান্ত-শামি-উমেশরা ৷
ইতিহাস মাথায় নিয়ে ঘুমিয়েছিল কলকাতা, আর রবিবার সকাল হতেই ইডেনের গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন টিম ইন্ডিয়ার ফ্যানরা ৷ আর কোনও মিরাকেল হল না ৷ একেবারে প্রত্যাশিত ভাবেই বাংলাদেশ বধ করে সিরিজ ২-০ জিতে নিল ভারত ৷ প্রথম ইনিংসে ইশান্ত শর্মা নিয়েছিলেন ৫ উইকেট আর দ্বিতীয় ইনিংসে উমেশ যাদব নিলেন ৫ উইকেট ৷ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন ইশান্ত শর্মা ৷
India win by an innings and 46 runs in the #PinkBallTest
India become the first team to win four Tests in a row by an innings margin@Paytm #INDvBAN pic.twitter.com/fY50Jh0XsP
— BCCI (@BCCI) November 24, 2019
এদিকে ম্যাচের দ্বিতীয় দিনেই ছবিটা পরিষ্কার হয়ে গিয়েছিল৷ ধারাবাহিক বিপর্যয় জারি বাংলাদেশ শিবিরে ৷ প্রথম ইনিংসে লজ্জাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ইনিংসের ছবিটাও সেই এক ৷ দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৫২ রান ৷ এখনও ভারতের প্রথম ইনিংসের চেয়ে ৮৯ রানে পিছিয়ে বাংলার বাঘরা ৷
২৪১ রানের লিড নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে ডিক্লেয়ার দিল ভারতীয় দল ৷ ৯ উইকেট হারিয়ে ৩৪৭ রান এই অবস্থায় মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি ৷ সে সময় ক্রিজে ব্যাট করছিলেন ঋদ্ধিমান সাহা ৷ আসলে সন্ধ্যার কন্ডিশনে বোলরদের ক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে চেয়েছেন অধিনায়ক কোহলি ৷ আর নিজের স্ট্র্যাটেজিতে সফলও বিরাট কোহলি ৷ এদিন শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ ৷ শামদান, ইমরুল, অধিনায়ক মমিনুল হক, মহম্মদ মিঠুন এই প্রথ চার বাংলাদেশি ব্যাটসম্যানের স্কোর যথাক্রমে ০.৫.০.৬ ৷
একসময় মনে হচ্ছিল তৃতীয় দিনেও আর গড়াবে না ঐতিহাসিক Pink Ball টেস্ট ৷ কিন্তু মুশফিকুর রহিম ও মহমদুল্লাই কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ৷ মহমদুল্লাহ ৩৯ রানে রিটায়ার্ড হার্ট হলেও ৫৯ রানে এখনও রয়েছেন মুশফিকুর ৷ এদিন ভারতীয় বোলারদের মধ্যে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও আগুন ঝরাচ্ছেন ইশান্ত শর্মা ৷ তিনি এখনও অবধি নিয়েছেন ৪ উইকেট আর উমেশ যাদব নিয়েছেন ২ উইকেট ৷
That's that from Day 2 as #TeamIndia are now 4 wickets away from victory in the #PinkBallTest
A 4-wkt haul for @ImIshant in the 2nd innings.
Updates - https://t.co/kcGiVn0lZi@Paytm | #INDvBAN pic.twitter.com/kj7azmZYg0
— BCCI (@BCCI) November 23, 2019
এদিকে পিঙ্ক বলে প্রথম ভারতীয় হিসেবে শতরানের নজির গড়েন অধিনায়ক বিরাট কোহলি এর পাশাপাশি আরও একাধিক মাইলস্টোনও এই ম্যাচের পারফরম্যান্স দিয়ে অ্যাচিভ করলেন তিনি ৷ Pink Ball টেস্টে ১৯৪ বলে ১৩৬ রান করে আউট হন ক্যাপ্টেন কোহলি ৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ১৮ টি চার দিয়ে ৷
আরও পড়ুন - #Viral: স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর সামনে উদ্দাম নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও
অজিঙ্ক রাহানে অবশ্য অর্ধশতরান করার পরেই আউট হয়ে যান ৷ জাডেজা-অশ্বিনরা খুব একটা স্বচ্ছন্দ কেউই হতে পারছিলেন না ৷ তাই অধিনায়ক কোহলি সিদ্ধান্ত নেন ম্যাচ ডিক্লেয়ার দেওয়ার ৷
এদিকে এর আগের দিন রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলয়নে ফিরিয়ে দিলেও ভারতকে বিশেষ বাগে আনতে পারল না বাংলাদেশ ৷এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের পর ব্যাট করতে নেমে অর্ধশতরান করে নেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে ৫০০০ রান পূরণ করে ফেলেলন ৷দিনের শেষে ৬৮ রানের লিড ভারতের ৷ ৫৯ রানে ব্যাট করছৈন কোহলি ও রাহানে করছেন ২৩ রানে ৷
পয়া ইডেন খালি হাতেই ফেরাল রোহিত শর্মাকে ৷ একটি ছয় ও দুটি চার মারলেও ৩৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান ৷ ইনদওরে দ্বিশতরানের মালিক ময়াঙ্ক ফেরেন ২১ বলে ১৪ রান করে ৷ এরপর অবশ্য ক্রিজে উইকেট ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ১০৫ বলে ৫৫ রান করে এবাদত হোসেনের শিকার পূজারা ৷ তাঁর ইনিংসে তাঁর রয়েছে ৮ টি চার ৷
FIFTY!@cheteshwar1 brings up his 24th Test half-century here at the Eden Gardens.
Live - https://t.co/kcGiVn0lZi pic.twitter.com/gdOGhYAHhx
— BCCI (@BCCI) November 22, 2019
এদিকে দুটো সেশনও গেল না তার আগেই শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস ৷ ৩০.৩ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ ৷ ইশান্ত শর্মা ৫ উইকেট, উমেশ যাদব ৩ উইকেট, মহম্মদ শামি ২ উইকেট নেন ৷
অনেক অপেক্ষা ছিল যার জন্য অবশেষে শুরু হয়ে গেল ভারত বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ ৷ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে জয় ৷ কিন্তু সেসব কিছুর চেয়ে এই ম্যাচ ঘিরে আগ্রহের কারণ এটা ভারতের প্রথম দিন-রাতের টেস্ট ম্যাচ ৷ Pink Ball টেস্ট ঘিরে শুক্রবার ইডেনে চাঁদের হাট ৷ ফ্রাইডে ব্লকবাস্টার উপস্থিতি ও গ্যালারি ভরার দিক থেকে সুপারহিট ৷
আরও দেখুন - India vs Bangladesh: বিরাটকে হাসিনা -মমতার সঙ্গে আলাপ করিয়ে দিলেন খোদ ‘দাদা’, দেখুন ভিডিও
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ফ্লপ শো দেখিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ ইডেনেও সেই ধারা অব্যহত ৷ এদিন নেমে থেকে পরপর আউট হতে থাকেন বাংলাদেশ ক্রিকেটাররা ৷ এদিন বাংলাদেশি ওপেনার শাদমান ইসলাম ২৯ রান করেন ৷ এছাড়াও ২৪ রান করে রিটাযার্ড হার্ট হয়ে যান লিটন দাস ৷ এছাড়া ১৯ রান করেন নইম হাসান ৷ চারটি ব্যাটসম্যান শূন্য রান করেন ৷ এছাড়া বাকিরা দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি ৷
আরও দেখুন