Home /News /entertainment /
#Viral: স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর সামনে উদ্দাম নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও

#Viral: স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর সামনে উদ্দাম নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও

Photo- Facebook /Video Grab

Photo- Facebook /Video Grab

নাচতেই নাচতেই টিচার ডেকে নিলেন ছাত্রদের ...

 • Share this:

  #নয়াদিল্লি : মানুষের শৈশবের একটা বড় সময় স্কুলে কাটে ৷ স্কুলজীবনের নানা মুহূর্ত মানুষের জীবনের চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা দেয়, দেয় লড়াই করা শক্তি ৷ আবার স্কুলের বিভিন্ন আনন্দের মুহূর্তের কথা মনে করে অনেক বয়সেও হাসিতে ভরে যায় মানুষের মুখ ৷ স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা গম্ভীর থাকেন ৷ কিন্তু বিভিন্ন সেলিব্রেশনের দিনে তাদের পাওয়া যায় একেবারে অন্য মেজাজে ৷ চিলড্রেন্স ডে কিম্বা টিচার্স ডে, কিম্বা এক্সকারশনে যাওয়ার সময় শিক্ষিকারাও নিজেদের রোজকার গাম্ভীর্যের মুখোশ খুলে হয়ে ওঠেন প্রাণবন্ত ৷

  নভেম্বরের ১৪ তারিখ চিলড্রেন্স ডে -তে এমনই এক নাচ করলেন স্কুল শিক্ষিকা যে মাতোয়ারা গোটা স্কুল ৷ ছাত্র-ছাত্রীরা দিদিমণির ধামাল নাচ দেখে হাততালি থেকে হুইশিল সবই দিল দেদার ৷ বাজীরাও মস্তানির মলহারি গানের সঙ্গে ফাটাফাটি পারফরম্যান্স করলেন স্কুল টিচার ৷

  আরও পড়ুন - India vs Bangladesh : রিকি পন্টিংকে টপকে গেলেন অধিনায়ক বিরাট, আর গড়লেন যে যে মাইলস্টোন

  রণবীর সিংয়ের এই গানের নাচের এনার্জি নিয়ে সকলে প্রশংসা এই শিক্ষিকার নাচ দেখলে নিঃসন্দেহে মুগ্ধ হয়ে যাবেন রণবীরও ৷ সিকিমের মেললি সেকেন্ডারি স্কুলে এই পারফরম্যান্স দেন শিক্ষিকা ৷ নাচতে নাচতে নিজের তিন ছাত্রকে ডেকে নেন শিক্ষিকা ৷ তাঁরাও তাল মেলান তাঁর সঙ্গে ৷

  ২০১৫ সালের রণবীর সিংয়ের সুপারহিট নাচ নেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেরিং ডোমা ভুটিয়া ৷  তিনি দুর্দান্ত নাচতে পারেন তা এই ভিডিও দেখে বুঝে যাবেন সকলেই ৷ দেখে নিন সেই ভিডিও ৷

   আরও দেখুন

  First published:

  Tags: Dance, Teacher, Viral Video

  পরবর্তী খবর