#Viral: স্কুল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীর সামনে উদ্দাম নাচ শিক্ষিকার, ভাইরাল ভিডিও
Last Updated:
নাচতেই নাচতেই টিচার ডেকে নিলেন ছাত্রদের ...
#নয়াদিল্লি : মানুষের শৈশবের একটা বড় সময় স্কুলে কাটে ৷ স্কুলজীবনের নানা মুহূর্ত মানুষের জীবনের চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা দেয়, দেয় লড়াই করা শক্তি ৷ আবার স্কুলের বিভিন্ন আনন্দের মুহূর্তের কথা মনে করে অনেক বয়সেও হাসিতে ভরে যায় মানুষের মুখ ৷ স্কুলে ক্লাস চলাকালীন শিক্ষক-শিক্ষিকারা গম্ভীর থাকেন ৷ কিন্তু বিভিন্ন সেলিব্রেশনের দিনে তাদের পাওয়া যায় একেবারে অন্য মেজাজে ৷ চিলড্রেন্স ডে কিম্বা টিচার্স ডে, কিম্বা এক্সকারশনে যাওয়ার সময় শিক্ষিকারাও নিজেদের রোজকার গাম্ভীর্যের মুখোশ খুলে হয়ে ওঠেন প্রাণবন্ত ৷
নভেম্বরের ১৪ তারিখ চিলড্রেন্স ডে -তে এমনই এক নাচ করলেন স্কুল শিক্ষিকা যে মাতোয়ারা গোটা স্কুল ৷ ছাত্র-ছাত্রীরা দিদিমণির ধামাল নাচ দেখে হাততালি থেকে হুইশিল সবই দিল দেদার ৷ বাজীরাও মস্তানির মলহারি গানের সঙ্গে ফাটাফাটি পারফরম্যান্স করলেন স্কুল টিচার ৷
আরও পড়ুন - India vs Bangladesh : রিকি পন্টিংকে টপকে গেলেন অধিনায়ক বিরাট, আর গড়লেন যে যে মাইলস্টোন
advertisement
advertisement
রণবীর সিংয়ের এই গানের নাচের এনার্জি নিয়ে সকলে প্রশংসা এই শিক্ষিকার নাচ দেখলে নিঃসন্দেহে মুগ্ধ হয়ে যাবেন রণবীরও ৷ সিকিমের মেললি সেকেন্ডারি স্কুলে এই পারফরম্যান্স দেন শিক্ষিকা ৷ নাচতে নাচতে নিজের তিন ছাত্রকে ডেকে নেন শিক্ষিকা ৷ তাঁরাও তাল মেলান তাঁর সঙ্গে ৷
২০১৫ সালের রণবীর সিংয়ের সুপারহিট নাচ নেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শেরিং ডোমা ভুটিয়া ৷ তিনি দুর্দান্ত নাচতে পারেন তা এই ভিডিও দেখে বুঝে যাবেন সকলেই ৷ দেখে নিন সেই ভিডিও ৷
advertisement
আরও দেখুন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2019 4:51 PM IST