#কলকাতা : ঐতিহাসিক Pink Ball Test ঘিরে ফুটছে কলকাতা ৷ যে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য এতদিন ধরে প্রহর গুনছিল কলকাতা অবশেষে সেই সময় এল ৷ দর্শকাসন ভর্তি হবে ইডেনে কথা দিয়েছিলেন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় , দাদা-র সেই কথা সত্যি প্রমাণ করে দিল কলকাতা ৷
এদিন কলকাতায় দিন-রাতের টেস্টে ইডেনে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ এছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ইডেন বেল বাজিয়ে ম্যাচের সূচনা করেন তাঁরা৷
রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সচিন, কপিল, কুম্বলেদের উপস্থিতিতে যেন গুরুত্ব আরও বেড়ে যায় ৷ এদিন শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলিকে আলাপ করিয়ে দেন BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপর বিরাট নিজেই দলের বাকি সতীর্থদের সঙ্গে আলাপ করিয়ে দেন ৷ দেখে নিন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও ৷Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal ring the bell at the iconic Eden Gardens.#PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/a0e3Oh8Ygd
— BCCI (@BCCI) November 22, 2019
Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh, @MamataOfficial, Honourable Chief Minister, West Bengal and #TeamIndia great @sachin_rt greet #TeamIndia ahead of the #PinkballTest pic.twitter.com/ldyrKjbxrE — BCCI (@BCCI) November 22, 2019সৌরভের উপস্থিতিতে শেখ হাসিনা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ইডেন বেল বাজানোর মুহূর্তের ভিডিও কার্যত ভাইরাল ৷ যাঁরা মাঠে যেতে পারেননি তাঁরা সোশ্যাল মিডিয়াতেই সেই ভিডিও দেখে ঐতিহাসিক মুহূর্ত নিজের মনে ভরে রাখতে চাইছেন ৷ এদিকে এদিন
#কলকাতা : টসে জিতে ব্যাটিং নিল বাংলাদেশ ৷ প্রথম টেস্টে টস জেতার পর ঐতিহাসিক ভারত বনাম বাংলাদেশ দিন-রাতের টেস্টেও টসে হার অধিনায়ক বিরাট কোহলির ৷ তবে এই পিচে পেসাররা যে সুবিধা পাবেন তা কাজে লাগাতে মরিয়া ক্যাপ্টেন কোহলি ৷ ৬৩ হাজার দর্শকাসন বিশিষ্ট স্টেডিয়ামে হাজির দর্শক ৷ সব মিলিয়ে ইতিহাস তৈরি করতে তৈরি বিরাট এন্ড কোং ৷
উইনিং কম্বিনেশন বজায় রাখল ভারতীয় দল . তবে বাংলাদেশ দলে দুটি পরিবর্তন রয়েছে ৷ এদিন ঐতিহাসিক সোনার কয়েনে হয় টস ৷
দেখে নিন প্রথম একাদশBangladesh have won the toss and will bat first in the #PinkBallTest @Paytm #INDvBAN pic.twitter.com/LCTkWZ6bKM
— BCCI (@BCCI) November 22, 2019
2nd Test. India XI: M Agarwal, R Sharma, C Pujara, V Kohli, A Rahane, R Jadeja, R Ashwin, W Saha, I Sharma, U Yadav, M Shami https://t.co/kcGiVmIL7K #IndvBan #PinkBallTest @Paytm — BCCI (@BCCI) November 22, 2019
আরও দেখুন2nd Test. Bangladesh XI: S Islam, I Kayes, M Haque, M Mithun, M Rahim, Mahmudullah, L Das, N Hasan, A Jayed, Al-Amin Hossain, E Hossain https://t.co/kcGiVmIL7K #IndvBan #PinkBallTest @Paytm
— BCCI (@BCCI) November 22, 2019