#নাগপুর:টসে হার ভারতের আগ্রাসী বাংলাদেশ এই সুযোগ নিয়ে ভারতকে আগে ব্যাট করানোর সিদ্ধান্ত নিল ৷ ম্যাচ যার সিরিজ তার। এই ক্যাচলাইনই রবিবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে মূল মন্ত্র দুই শিবিরের৷
নাগপুরের শুকনো তবে হালকা ঘাস থাকছে ফলে পরের দিক এই পিচ থেকে স্পিনাররা সুবিধা পাবেন ৷ দেখে নিন দুই দলের প্রথম একাদশ ৷
A look at the Playing XI for #TeamIndia.
Manish Pandey IN place of Krunal Pandya. pic.twitter.com/ogpNlT2TH5 — BCCI (@BCCI) November 10, 2019
এই বছরের শুরুতে ভারতীয় ক্রিকেটের পিনআপ উইকেটরক্ষককে নিয়ে আনন্দে ভাসছিল ফ্যান থেকে মিডিয়া সকলেই৷ আর এখন পুরো বিষয়টা ১৮০ ডিগ্রি ঘুরে এমন জায়গায় যে নাগপুরে ম্যাচের আগে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে বলতে হচ্ছে ঋষভকে একা ছেড়ে দিন।
কোটলায় বাংলাদেশের জয়। রাজকোটে সাইক্লোন রোহিত। এসবকে ছাপিয়ে নাগপুরে আলোচনায় একজনই, তিনি ভারতীয় উইকেট কিপার ঋষভ পন্থ। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে এখনও পর্যন্ত চর্চায় তাঁর নাম। ইতিমধ্যেই দুই প্রাক্তন অ্যাডাম গিলক্রিস্ট এবং কুমার সঙ্গকারা পরামর্শ দিয়েছেন ঋষভকে। সিরিজের ফাইনাল ম্যাচে মাঠে নামার আগে অধিনায়ক রোহিত শর্মাও অনুরোধ করছেন, ঋষভকে একা থাকতে দেওয়ার জন্য।
আরও দেখুন