আবু ধাবি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগের ম্যাচে হারের পরেই টি২০ বিশ্বকাপ (ICC T20 World Cup) থেকে বিদায় মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের ৷ তবে আফগানিস্তানকে বুধবার বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা এখনও জিইয়ে রেখেছেন কোহলিরা (Virat Kohli) ৷ এদিন ৬৬ রানে ম্যাচ জেতায় নেট রান রেটেও বেশ খানিকটা উন্নতি হয়েছে টিম ইন্ডিয়ার ৷ -১.৬০৯ থেকে +০.০৭৩-তে পৌঁছনো সম্ভব হয়েছে ৷ তবে এ সব কিছুই যথেষ্ট নয় ৷ সেমিফাইনালে উঠতে গেলে আরও নানা বাধা বিপত্তি পেরোতে হবে ভারতকে ( How Virat Kohli's India can still qualify for T20 World Cup semi-finals ) ৷
আরও পড়ুন-আফগানিস্তানকে হারিয়ে প্রথম জয় ভারতের, তবুও বাঁচার আশা প্রায় নেই
গ্রপ-বি থেকে সবার আগে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে পাকিস্তান (Pakistan) ৷ এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়া প্রায় পাকা নিউজিল্যান্ডের (New Zealand) ৷ লড়াইটা এখানেই ৷ কারণ ভারত যদি নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে আরও উন্নতি করে আর নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলির মধ্যে কোনও একটিতেও হারে, তাহলেই কিন্তু সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে কোহলিদেরও ৷ তবে সে সম্ভাবনা অত্যন্ত কঠিন বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে দারুণ জয়ও পায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ড আফগানিস্তান বা নামিবিয়ার বিরুদ্ধে হারবে, তা কেউই আশা করতে পারছেন না ৷ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ৷ আফগানিস্তান বা নামিবিয়া কোনও দলই অঘটন ঘটাতে পারলেই কেল্লাফতে ৷ তাহলে সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে ভারতেরও ৷
It's good night from Abu Dhabi after #TeamIndia seal a solid win. 😊 👍#T20WorldCup #INDvAFG pic.twitter.com/hpPYKX0za6
— BCCI (@BCCI) November 3, 2021
ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তান বা নামিবিয়ার কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে আপাতত ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে কোহলিদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICC T20 World Cup, T20 World Cup